উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : প্রকাশ্য দিবালোকে এক সিভিক ভলান্টিয়ারকে খুনের চেষ্টা বজবজে।গ্রেফতার অভিযুক্ত।
বজবজ ট্রাফিকে কর্তব্যরত এক সিভিক ভলান্টিয়ারকে ধারালো অস্ত্রের কোপ। মঙ্গলবার সকালে দ: ২৪ পরগনার বজবজ থানার চড়িয়াল মোড়ে ঘটনাটি ঘটে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কী কারণে এই হামলা তা এখনও স্পষ্ট নয়।এদিন সকালে বজবজ এলাকায় উত্তমচন্দ্র প্রামানিক নামে ৩৬ বছরের এক সিভিক ভলান্টিয়ার ট্রাফিকের দায়িত্ব সামলাচ্ছিলেন রাস্তায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সেই সময় এক যুবক একটি ব্যাগ নিয়ে উত্তমের কাছে আসে। হঠাৎই ব্যাগ থেকে ধারালো অস্ত্র বের করে উত্তমকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন উত্তম। সঙ্গে সঙ্গে এক প্রত্যক্ষদর্শী অটোতে করে তাঁকে প্রথমে বজবজ হাসপাতাল নিয়ে যায়।পরে বজবজ থানার সহযোগিতায় বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় তাকে। আপাতত সেখানেই আশঙ্কাজনক অবস্থাতে চিকিৎসাধীন রয়েছে ওই সিভিক ভলান্টিয়ার।

আহত সিভিক ভলেন্টিয়ারের বাড়িবজবজের চন্ডিপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা যায়,ওই আততায়ীর নাম বিনয় কয়াল। খড়িবেড়িয়ার বাসিন্দা। তাকে গ্রেফতার করেছে বজবজ থানার পুলিশ।উদ্ধার হয়েছে ওই ধারালো অস্ত্রটিও।কিন্তু কী কারণে এই আক্রমণ তা খতিয়ে দেখছে পুলিশ।তবে প্রকাশ্য দিবালোকে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে




Be First to Comment