কুলপি রোডের ওপর রাস্তা অবরোধে আশা কর্মীরা। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: সারা দেশ জুড়ে রবিবার ঘোষিত পালস পোলিও কর্মসূচি পালন করা হচ্ছে। আর তাঁরই মাঝে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের পক্ষ থেকে জয়নগর-১ ব্লকের পদ্মেরহাট গ্রামীণ হাসপাতালে কর্মবিরতি পালন করল আশা কর্মী সংগঠন।
শুধু তাই নয়, এ দিন পদ্মেরহাট হাসপাতাল মোড়ে কুলপি রোডের ওপর রাস্তা অবরোধে সামিল হন শতাধিক আশা কর্মীরা। আশা কর্মীদের দাবি, তাঁদের বেতন সর্বনিম্ন ২১ হাজার টাকা করা হোক। বর্তমানে তাঁদের বেতন সাড়ে চার হাজার টাকা।
এ ব্যাপারে রবিবার পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের দক্ষিণ ২৪ পরগনার জেলা সম্পাদিকা মিতা দাস বলেন, “আমাদের কাজের তুলনায় এত কম বেতনে আমাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। তাছাড়া পালস পোলিও-সহ একাধিক কাজেতে অতিরিক্ত ভাতা আমাদের দেওয়া হয় না। তাই এই সব দাবি আদায়ের জন্য রবিবার আমাদের পক্ষ থেকে কর্ম বিরতি পালন করা হচ্ছে প্রতিটা ব্লক হাসপাতালে। আর এ দিন আমরা পালস পোলিও কর্মসূচিতে তাই অংশগ্রহণ করিনি। আমাদের দাবি মানা না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে আমরা নামব।”
এ দিন আশা কর্মীদের ছাড়াই আইসিডিএস ও এএমএম কর্মীরা সরকারের ঘোষিত পালস পোলিও কর্মসূচিতে অংশ নেন।
Be First to Comment