চলছে বিক্ষোভ সমাবেশ। ছবি: প্রতিবেদক
প্রবোধ দাস, পুরুলিয়া: পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের কাশীপুর ব্লক শাখার পক্ষ থেকে কাশীপুর স্বাস্থ্যকেন্দ্রে, আশা কর্মীদের কর্মবিরতি ডাক দিয়ে চলছে বিক্ষোভ সমাবেশ। কেন্দ্র ও রাজ্য সরকারের বঞ্চনার প্রতিবাদে আজ, রবিবার সকাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা।
সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে কাশীপুর ব্লক এই কর্মবিরতিতে সামিল হয়েছিলেন সকল ব্লকের আশা কর্মীরা। জেলা কমিটির সম্পাদিকা অর্চনা খাঁ বলেন, “কেন্দ্র ও রাজ্য সরকার তাদের বাজেটে কোনো রকম ভাবেই আমাদের কথা ভাবেনি, বা বেতন বৃদ্ধির কথা বলেনি। কিন্তু দীর্ঘদিন ধরে একই রকম রয়ে গেছে। যে বেতন দেওয়া হয় সেই বেতনে কোনো রকম ভাবে আমাদের সংসার চলে না। অথচ একের পর এক তাদের কাজের চাপ বাড়াল, বেতন কিন্তু বাড়ায়নি। এ ছাড়াও রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল প্রতিটি আশা কর্মীদের অ্যান্ড্রয়েড ফোন দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত দেওয়া হয়নি। এমনকি দীর্ঘদিন ধরেও আমাদের পোশাকটুকুও দেওয়া হয়নি।”
অন্য দিকে আশা কর্মী গৌরী সিং সদ্দার বলেন, “রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা হয়েও মহিলাদের কথা চিন্তাভাবনা করেননি। আশা কর্মীরা সকলেই মহিলা কিন্তু তাঁদের উন্নয়নের কথা কখনো ভাবেননি।”
সীমা কর্মকার নামে আরেক আশা কর্মী বলেন, “আমরা রাত-দিন এক করে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষকে পরিষেবা দিই। কিন্তু এই আশা কর্মীদের কথা ভাবার সময় নেই সরকারের। এইতো আজ পোলিও খাওয়ানোর কর্মসূচি রয়েছে কিন্তু আমার বিশ্বাস আজ সমস্ত শিশুদের পোলিও খাওয়াতে পারব না কারণ যেহেতু আশা কর্মীরাই প্রত্যেকের বাড়িতে গিয়ে গিয়ে পোলিও শিশুদের খাওয়ায়। এর থেকে বুঝতে পারবে রাজ্য সরকার যে আশা কর্মীরা কতটা মানবিকতা নিয়ে কাজ করে। তাই আমাদের দাবি যদি না মানা হয় তা হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব।” তিনি বলেন, “আমরা অন্য কিছু চাইনি কিন্তু আমাদের সংসার চালানোর মতো বেতনটা বৃদ্ধি করা হোক।”
Be First to Comment