অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোলের ডামরা কোলিয়ারির বাসিন্দা বিএসএফ জওয়ান রবি মাঝিকে রবিবার শেষ বিদায় জানালো গোটা এলাকা।
এদিন তার মৃতদেহ দিল্লী থেকে বিএসএফের তরফে ডামরার বাড়িতে নিয়ে আসে। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। যেখানে বিপুল সংখ্যায় মানুষ চোখের জলে রবিকে শেষ বিদায় জানান। দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসা চলাকালীন গত ৩১ জানুয়ারি তিনি মারা যান।
উল্লেখ্য, রবি মাঝি জম্মুতে পোস্টিং ছিলেন। সেখানে অসুস্থ হওয়ার পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে দিল্লি এইমসে ভর্তি করা হয়েছিল। চিকিৎসারত অবস্থায় সেখানে তার মৃত্যু হয়েছে বলে বিএসএফের তরফে পরিবারকে জানানো হয়।

আসানসোল পুরনিগমের প্রাক্তন মেয়র বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি সহ অনেকেই তাকে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি ও পরিবারকে সমবেদনা জানিয়েছেন।




Be First to Comment