অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : লোকসভা নির্বাচনের প্রচারের লড়াই শুরু হয়েছে। এই গরমের মধ্যে সেই কারণে রাজনৈতিক উত্তাপ বেড়েছে। কিন্তু শুক্রবার সেই উত্তাপকে ছাড়িয়ে গেল আবহাওয়ার তাপমাত্রা।
এদিন দুপুরে আসানসোল শহর সহ শিল্পাঞ্চলের তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রিতে পৌঁছায়। সেই সঙ্গে ভয়ংকর লু বা গরম হাওয়া বইতে থাকে। দুপুর আড়াইটে সময় তাপমাত্রার পারদ ৪৫ ডিগ্রিতে উঠে। প্রায় ১ ঘন্টার মতো তা ছিল বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে। কমলা সতর্কতা জারি করা হয়েছে। এই সময় শহরের রাস্তাঘাট প্রায় ফাঁকা হয়ে যায়।
আসানসোল জেলা হাসপাতাল সূত্রে জানা গেছে, অন্যদিনের তুলনায় এদিন অন্তত ৩০ থেকে ৪০ জন রোগী ভর্তি সংখ্যা বেড়েছে। যাদের গরম লাগে। গরম বা হিট স্ট্রোকে তাদের নানান ধরনের অসুস্থতা তৈরি হয়েছে।

এদিন শহরের রাস্তায় যাদেরকে মোটরবাইক, বাসে, অটো, টোটোতেও যাতায়াত করতে দেখা যায় তাদের মুখ সম্পূর্ণ ঢাকাছিলো। বাসে এদিন যাত্রীদের সংখ্যা ছিলো অনেকটা কম। সরকারি হাসপাতালের চিকিৎসকদের পক্ষ থেকেও বারবার সতর্ক করা হচ্ছে এই গরম থেকে সাবধানে থাকার জন্য। খুব প্রয়োজন না হলে বাইরে বের হতে বারণ করা হয়েছে।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, এদিনের ৪৫ ডিগ্রি তাপমাত্রা এযাবৎ কালের সর্বোচ্চ। দীর্ঘ কয়েক বছর এতটা পারদ চড়েনি। আগামী ৪ থেকে ৫ দিন আবহাওয়া এমনটাই থাকবে। বৃষ্টির কোন সম্ভাবনা এর মধ্যে নেই।
এরই মধ্যে এদিন রুপনারায়নপুরে হিন্দুস্থান কেবলসে বাজার সমিতির উদ্যোগে সরকারি হাসপাতালে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল।




Be First to Comment