আসানসোল জেলা হাসপাতালে ওই মৃতদেহর ময়নাতদন্ত হয়। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: একেবারে পচেগলে যাওয়া কঙ্কালসার মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য । মঙ্গলবার সকালে এই ঘটনায় আসানসোল উত্তর থানার মরিচকোটা এলাকায় আলোড়ন পড়ে যায় ।
এদিন দুপুরে আসানসোল জেলা হাসপাতালে ওই মৃতদেহর ময়নাতদন্ত হয়। তবে মৃতদেহটি পুরুষ না মহিলার তা পুলিশ জানাতে পারেনি। অজ্ঞাত পরিচয় ওই মৃতদেহর বয়সও পুলিশ বলতে পারেনি।
জানা গেছে, মঙ্গলবার সকালে আসানসোল উত্তর থানার মরিচকোটার তালপুকুরের ধারে পচেগলে যাওয়া কঙ্কালসার মৃতদেহটি পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। স্বাভাবিক ভাবেই গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর দেওয়া হয় আসানসোল উত্তর থানায়। সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে আসে। পুলিশ মৃতদেহটি তুলে ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।
পুলিশ জানায়, ওই মৃতদেহটি মহিলা না পুরুষের তা বোঝা যায়নি। বয়সও পাওয়া যায়নি। শুধু তাই নয়, কবে থেকে এই এলাকায় মৃতদেহটি পড়ে আছে, তাও পরিষ্কার নয়। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে পুলিশ তদন্ত শুরু করেছে ।
Be First to Comment