আসানসোল : কিছুদিন আগে রেলপারের ধাদকা রোডে এটিএম কাউন্টারে টাকা আটকে গেলে চরম হেনস্তার শিকার হয়েছিলেন একজন গ্রাহক।
রেলপার ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক আশীষ কৃষ্ণ চ্যাটার্জী জানান, ১২ দিন আগে এসবিআইয়ের এটিএম কাউন্টারে দুষ্কৃতীরা প্লেট লাগিয়ে দিয়ে গ্রাহকদের টাকা আত্মসাৎ করে নিচ্ছে।
তখন আসানসোল উত্তর থানার পুলিশকে খবর দেওয়া হয়েছিল । সেইসময় তিনি পুলিশকে এটিএম কাউন্টারে ক্যামেরা লাগানোর কথা বা সুরক্ষা কর্মী নিয়োগ করার কথা বলেছিলেন । সোমবার রাতেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে। অভিযোগ, এক ভদ্রলোক পাঁচহাজার টাকা তুলছিল, মেসেজ আসলেও টাকা আসে নি। খবর শুনে আশীষবাবু নিজে এসে এটিএমের ভেতর একটা প্লেট সরিয়ে দেবার সাথে সাথে টাকা বেরিয়ে আসে ।
এরপর পুনরায় পাশের কাউন্টারে একই ঘটনা ঘটে। পুলিশকে বারবার বলা হয়েছে কাউন্টারের ক্যামেরা ঠীক করতে, তাহলে হয়তো দুস্কৃতিরা ধরা পড়ে যায়।

এখন দেখার, পুলিশ সঠিক পদক্ষেপ নেয় কিনা ।




Be First to Comment