আসানসোল : পুকুর ভরাটের অভিযোগ তুলে পশ্চিম বর্ধমান জেলার এডিএম ও ডিএল অ্যান্ড এলআরও বা জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অফিসে বিক্ষোভ দেখান আসানসোলের কুমারপুরের বাসিন্দারা।
কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতি মিছিল করে এদিন তারা পশ্চিম বর্ধমান ডিএলএন্ডএলআরও অফিসে যান ।
কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির পক্ষ থেকে গোবর্ধন মন্ডল বলেন, লোয়ার কুমারপুরে প্রায় তিন বিঘা জমির উপর একটি জনসাধারণের ব্যবহারের জন্য পুকুর ছিল। সেই পুকুরের চারপাশে পাঁচিল করে ভেতর থেকে ব্যাপক অংশ ভরাট করা হয়েছে। এর ফলে এলাকার মানুষেরা সমস্যায় পড়েছেন।

এই পুকুরেই এলাকার মানুষ স্নান, কাপড় কাঁচা থেকে শুরু করে সারা বছর নানা ধরনের নিত্য প্রয়োজনীয় কাজ করতেন। এই পুকুর ভরাটের খবর কিছুদিন আগেই আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে । মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।
গোবর্ধনবাবু আরো বলেন, “কিন্তু ওই এলাকার দায়িত্বে থাকা বিএলআরও প্রায় উল্টো কথা বলছেন। তিনি এনিয়ে আমাদেরকে কোনও সহযোগিতাই করেননি। সেজন্য এদিন আমরা বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিয়েছি ডিএল অ্যান্ড এলআরও দপ্তরে। আমাদের দাবি, অবিলম্বে ওই জায়গার পুকুর আগের অবস্থায় ফিরিয়ে দিতে হবে। তা না হলে দাবি আদায় করতে আমরা টানা ধর্ণায় বসব”।
প্রসঙ্গত, এর আগেও কুমারপুর গ্রাম উন্নয়ন সমিতির তরফে পশ্চিম বর্ধমান জেলা শাসকের অফিসে ওই একই বিষয়ে স্মারকলিপি দেওয়া হয়েছিল। তাতেও কোন কাজ হয়নি বলে এদিন কুমারপুরের বাসিন্দারা দাবি করেন।




Be First to Comment