বার্নপুর: আসানসোল পুরনিগমের ৭৮ নম্বর ওয়ার্ডে বার্নপুরের বারি ময়দান সংলগ্ন বার্নপুর টাউন পুজোর ভোগ রান্নার জন্য রন্ধনশালার শেড নির্মাণ করা হবে। আসানসোল পুরনিগম এই শেড তৈরি করবে। এর জন্য ব্যয় হবে আনুমানিক ৫ লক্ষ টাকা।
বৃহস্পতিবার সকালে এক শেড তৈরির কাজের শিলান্যাস বা শুরু করার জন্য টাউন পুজো প্রাঙ্গনে বিশেষ পুজো ও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ৭৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক রুদ্র এই অনুষ্ঠানে উপস্থিত থেকে নারকেল ফাটিয়ে সেই কাজের শুভারম্ভ করেন। ছিলেন পুরোহিত, সেবাইত, কমিটির সদস্য সহ এলাকার বাসিন্দারা।
এই প্রসঙ্গে কাউন্সিলর বলেন, টাউন পুজো কমিটির পক্ষ থেকে অনেকদিন ধরে এখানে ভোগ রান্নার জন্য শেড তৈরির জন্য বলা হচ্ছিলো। আমি গোটা বিষয়টি পুরনিগম জানাই। পুরনিগম তা বিবেচনা করে এখানে প্রায় ৫ লক্ষ টাকা ব্যয় করে শেড তৈরির পরিকল্পনা নিয়েছে।




Be First to Comment