আসানসোল পুরনিগম। নিজস্ব চিত্র
নিজস্ব সংবাদদাতা, আসানসোল: আসানসোল পুরনিগমের নতুন পুর কমিশনার হচ্ছেন আইএএস রাজু মিশ্র। উল্লেখ্য, আসানসোল পুরনিগমের স্থায়ী কমিশনার পদে দীর্ঘ বছর ধরে কেউ ছিলেননা। এতদিন পর্যন্ত আসানসোল পুরনিগমের কমিশনার হিসাবে অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ অর্থ্যাৎ এডিডিএ সিইও( চিফ এগজিকিউটিভ অফিসার) আকাঙ্ক্ষা ভাস্কর।
সূত্রের খবর, শেষ পর্যন্ত রাজ্য সরকারের সিদ্ধান্তে রাজু মিশ্রকে আসানসোল পুরনিগমের স্থায়ী কমিশনার হিসাবে নিয়োগ করা হচ্ছে। আই এ এস রাজু মিশ্র এতদিন রাজ্য সরকারের ইন্ডাস্ট্রি, কমার্স অ্যান্ড এন্টারপ্রাইজ ডিপার্টমেন্টের স্পেশাল সেক্রেটারি ও ওয়েষ্ট বেঙ্গল মিনারেল ডেভেলপমেন্ট দফতরের ওএসডি পদে নিযুক্ত ছিলেন।
পুরনিগমের সূত্রে খবর, তবে কবে নাগাদ তিনি পুর কমিশনার পদে দায়িত্ব নেবেন তা এখনো জানা যায়নি।
অন্যদিকে আসানসোল পুরনিগমের কমিশনার হিসাবে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি পাচ্ছেন আসানসোল দূর্গাপুর উন্নয়ন পর্ষদ অর্থাৎ এডিডিএ সিইও( চিফ এগজিকিউটিভ অফিসার) আকাঙ্ক্ষা ভাস্কর। এ বার তিনি পুরোপুরি এডিডিএ’র কাজে সময় দিতে পারবেন।
এ দিকে, এডিডিএ সূত্রে জানা গেছে, গত ২০২৩ সালে মে মাস নাগাদ এডিডিএ সিইও এবং আসানসোল পুর কমিশনারের অতিরিক্ত দায়িত্বে থাকা রাহুল মজুমদারকে অন্যত্র বদলি করার পর ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে এডিডিএ’র সিইও পদে আসীন হন আইএএস আকাঙ্ক্ষা ভাস্কর।
এদিকে, দীর্ঘ কয়েক বছর পরে আসানসোল পুরনিগমে স্থায়ী সময়ের জন্য পুর কমিশনার হিসাবে কাউকে নিযুক্ত করার সিদ্ধান্তে আসানসোলের বাসিন্দারা খুশি। এতদিন পুরসভার কাজ করতে প্রচণ্ড সমস্যা হচ্ছিলো সাধারণ মানুষের। এ বার হয়তো কিছুটা সুরাহা হবে।
Be First to Comment