অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল পুরনিগমের ৬৩ নম্বর ওয়ার্ডেক তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর সেলিম আখতার আনসারিকে হুমকি চিঠি।
শনিবার সকালে এই ঘটনার কথা জানাজানি হওয়ার পরেই চাঞ্চল্য ছড়ায় কুলটির পাশাপাশি গোটা আসানসোল শিল্পাঞ্চল জুড়ে। শাসক দলের ওই কাউন্সিল আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক ও দলের জেলা নেতৃত্বকে হুমকি চিঠি পাওয়ার কথা জানিয়েছেন।
পাশাপাশি কাউন্সিলর ইতিমধ্যেই চিঠির কথা জানিয়ে কুলটি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। যার ভিত্তিতে কুলটি থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
জানা গেছে, ১৮ অক্টোবর শুক্রবার দুপুরে কুলটি পোস্ট অফিস থেকে স্পিড পোস্টে আসানসোল পুরনিগমের ৬৩ নং শাসক দলের কাউন্সিলর সেলিম আখতার আনসারির কুলটির নিয়ামতপুরের বাড়িতে একটি ব্রাউন খামে চিঠি আসে। মুখ বন্ধ খামটি খুলতেই দেখা যায়, একটি সাদা কাগজের চিঠি।
ইংরাজিতে হাতে লেখা সেই চিঠিতে, তাঁকে ছট পুজোর পরে সতর্ক থাকতে বলা হয়েছে। কয়েক লাইন লেখা সেই চিঠিতে একটি লাল দাগও দিয়ে দেওয়া হয়েছে। তখন ওই এলাকায় থাকা ডেপুটি মেয়র ওয়াসিমুল হককে বিষয়টি জানান। একইভাবে তা মেয়র বিধান উপাধ্যায়কেও জানান কাউন্সিলর।
এ ব্যাপারে ইতিমধ্যেই বিষয়টি পুলিশ প্রশাসনের কাছে তুলে ধরা হয়েছে। তবে হুমকি চিঠি পাওয়ার বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ ৬৩ নং ওয়ার্ডের কাউন্সিলর সেলিম আখতার। তিনি বলেন, আমি যে দল করি তার দলনেত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কাউন্সিলর আরও বলেন, দল ও সাধারণ মানুষের স্বার্থে প্রতিদিন কাজ করে চলেছি। কোনও কিছুর ভয়ে পিছু হঠার লোক আমি নই । হুমকি চিঠি পাঠানো লোকদের উদ্দেশ্যে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন এই তৃণমূল কাউন্সিলর।
কুলটি থানার এক পুলিশ আধিকারিক বলেন, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত শুরু হয়েছে।
Be First to Comment