Press "Enter" to skip to content

আসানসোল মহিশীলা সোনালি সব পেয়েছির আসরের উদ্যোগে শোভাযাত্রা দিয়ে সূচনা তিনদিনের বসন্ত ও বাৎসরিক উৎসবের

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোল মহিশীলা সোনালি সব পেয়েছি আসরের উদ্যোগে ১৮ তম বসন্ত উৎসব ২০২৫ ‘ র আয়োজন করা হয়েছে।

একইসাথে আয়োজন করা হয়েছে ৪৮ তম বাৎসরিক উৎসবেরও। মোট তিনদিন ধরে এই উৎসব। আসানসোলের ১ নং মহিশীলা কলোনির বটতলা বাজার সংলগ্ন বটতলা দুর্গা মন্দির প্রাঙ্গণে হবে এই উৎসব।

দোলের আগের দিন বৃহস্পতিবার বিকেলে বর্ণাঢ্য ও রঙিন এক শোভাযাত্রার মধ্যে দিয়ে সূচনা হল তিনদিনের মহিশীলা সোনালি সব পেয়েছির আসরে বসন্ত উৎসব ও বাৎসরিক উৎসবের। এই শোভাযাত্রা গোটা এলাকা পরিক্রমা করে।

উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ মানস দাস, সংগঠনের পদাধীকারি, সদস্য ও এলাকার বাসিন্দারা। এই সংগঠনের সভাপতি পান্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী।
এই প্রসঙ্গে অরিন্দম চক্রবর্তী বলেন, এদিন বিকেলে শোভাযাত্রার মাধ্যমে তিনদিনের ১৮ তম বসন্ত উৎসব ও ৪৮ তম বাৎসরিক উৎসবের সূচনা হল। শুক্রবার দোলের দিন সন্ধ্যায় হবে বসন্ত উৎসব। এই অনুষ্ঠানে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক সহ অন্যদের উপস্থিত থাকার কথা। শনিবার হবে সমবেত নৃত্য ও লোকনৃত্য প্রতিযোগিতা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *