আসানসোল : গোটা বাংলার বিভিন্ন জেলার পাশাপাশি বৃহস্পতিবার ছট পুজোয় মেতেছে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহর তথা শিল্পাঞ্চল।
সেই ছট পুজোকে সামনে রেখে বুধবার সকালে আসানসোল জিটি রোডের আসানসোল মহাবীর স্থান সেবা সমিতি ছটব্রতীদের মধ্যে ছট পুজোর সামগ্রী বিতরণ করে। এই উপলক্ষে সমিতিতে হওয়া এক অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল দক্ষিণ থানার ইন্সপেক্টর ইনচার্জ কৌশিক কুণ্ডু, সমাজকর্মী শঙ্করলাল শর্মা, সেক্রেটারি অরুণ শর্মা, মুকেশ শর্মা, অভিষেক বর্মন, মনীশ ভগৎ, আনন্দ পারেক, অভিষেক কেডিয়া, প্রকাশ আগরওয়াল, রৌনক জালান সহ অনেকেই।
এই প্রসঙ্গে অমরনাথ চট্টোপাধ্যায় বলেন, প্রতি বছরই আসানসোল মহাবীর স্থান সেবা সমিতির সম্পাদক অরুণ শর্মার নেতৃত্বে ছট পুজো উপলক্ষে ছটব্রতীদের মধ্যে ছট পুজোর সামগ্রী বিতরণ করা হয়। আসানসোলে এমন অনেক ব্যক্তি আছেন বা সংগঠন আছে যারা ছটব্রতীদের ছট পুজোর সামগ্রী বিতরণ করেন। সবাই এই পুজোর এইভাবেই অংশ হতে চান।
তিনি আরো বলেন, আসানসোল একটি ভ্রাতৃত্বের শহর। এই ধরনের অনুষ্ঠানগুলি এই সত্যকে আবারও প্রমাণ করে যে আসানসোল একটি ভ্রাতৃত্বের জায়গা।যেখানে সবাই মিলে উৎসব পালন করে থাকেন।
Be First to Comment