আসানসোল : আসানসোল লোকসভা কেন্দ্রের গণনার সঙ্গে যুক্ত কর্মীদেরকে আরও একদফা প্রশিক্ষণ দেওয়া হল। আসানসোলের রবীন্দ্র ভবনে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় এই প্রশিক্ষণ দেওয়া হয় পশ্চিম বর্ধমান জেলা প্রশাসনের তরফে।
এই প্রশিক্ষণে আসানসোলের মহকুমাশাসক ( সদর) তথা আসানসোল উত্তর বিধান সভার এআরও বিশ্বজিৎ ভট্টাচার্য ও অন্যান্য এআরওরা উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে মহকুমাশাসক (সদর) বলেন, ইতিমধ্যেই গণনা কর্মী, সুপারভাইজার ও মাইক্রো অবজারভারদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
এদিন প্রশিক্ষণ দেওয়া হয়েছে অন্য কর্মীদেরকে। যাঁরা গণনার দিন গণনা কেন্দ্রে বিভিন্ন সেলে থাকবেন। তাদেরকে ভালো করে বোঝানো হয়েছে, তারা কি কাজ করবেন।




Be First to Comment