অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল রেলস্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের অদূরে রেল কোয়ার্টারের কাছ থেকে উদ্ধার হল এক হকারের মাথা থেঁতলানো ক্ষতবিক্ষত দেহ।
মৃত হকারের দেহের পাশ থেকে পাওয়া গেছে রক্তমাখা একটি পাথর। সোমবার সকালের এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরিবারের তরফে পুলিশের কাছে খুন করা হয়েছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশেরও প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, রবিবার রাতে ওই যুবককে পাথর দিয়ে মুখ থেঁতলে কেউ বা কারা খুন করেছে। আসানসোলের পুরনো স্টেশন এলাকার বাসিন্দা মৃত হকারের নাম মহম্মদ সনু ওরফে ওয়াসিম আক্রম (২৮)। তিনি রেল স্টেশনের কাছে ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের জন্য পানীয় জলের বোতল বিক্রি করতেন। বর্তমানে মৃতের স্ত্রী ও তিন সন্তান নিয়ে আসানসোলের রেলপার এলাকায় ওকে রোডের বস্তিতে থাকতেন।
এদিকে এই ঘটনার পরে রেলপার এলাকায় অসামাজিক কার্যকলাপ বেড়ে যাওয়া ও আইনশৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে আসানসোল পুরনিগমের ২৯ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার তথা রাষ্ট্রবাদী হকার্স ইউনিয়নের সভাপতি গৌরব গুপ্তর নেতৃত্বে বিজেপি কর্মীরা আসানসোল উত্তর থানার সামনে বিক্ষোভ দেখান।
জানা গেছে, সোমবার সকালে আসানসোল রেল স্টেশনের ৭ নম্বর প্ল্যাটফর্মের অদূরে একটি রেল কোয়ার্টারের পাশে হকার মহম্মদ সনুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন এলাকার বাসিন্দারা। পাশে একটি বড় রক্তমাখা পাথর পড়ে থাকতে দেখা যায়। তা দেখে এলাকার বাসিন্দাদের মনে হয়, এই পাথর দিয়ে সনুর মাথায় আঘাত করা হয়েছে, যার কারণে তার মৃত্যু হয়েছে।
ঘটনার খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে মৃতদেহটি পুলিশ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। সনুর মৃত্যুর পেছনে কে বা কারা আছে তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
একইসঙ্গে কি কারণে বা কি উদ্দেশ্যে তাকে এমন নৃশংসভাবে খুন করা হয়েছে তা জানার চেষ্টা করছে পুলিশ।
সনুর পরিবারের তরফে তার মামা মহম্মদ রাজা বলেন, সনু রবিবার রাতে বাড়ি যায়নি। এদিন সকালে তাঁরা জানতে পারেন যে, সনুর দেহ পড়ে আছে রেল স্টেশনের কাছে। সঙ্গে সঙ্গে আমরা ছুটে আসি।
তিনি আরও বলেন, “সনু মাঝেমধ্যে নেশা করতো। তবে কারোর সঙ্গে তার শত্রুতা ছিল না। কেউ বা কারা তাঁকে খুন করেছে। পুলিশের কাছে লিখিত ভাবে অভিযোগ দায়ের করেছি। দাবি করেছি, দ্রুত দোষীদের গ্রেফতার করার জন্য।”
এ দিকে, বিজেপি কাউন্সিলার গৌরব গুপ্ত বলেন, রেলপার এলাকায় অসামাজিক কার্যকলাপ দিন প্রতিদিন বেড়ে চলেছে। সন্ধ্যার পরে রাস্তার মোড়ে মোড়ে নেশার আসর বসে। একজন হকারকে খুন করা হলো। আমরা পুলিশকে তিনদিন সময় দিয়েছি, এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে হবে। তা না হলে বিজেপি বৃহত্তর আন্দোলন করবে।
পুলিশ জানায়, ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। দেহের ময়নাতদন্ত করা হয়েছে।
Be First to Comment