Press "Enter" to skip to content

আসানসোলে ছাগল চুরির অপরাধে মারধর, ভিডিও ভাইরালে চাঞ্চল্য, ধৃত ২

আসানসোল : ছাগল চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ে গেল দুই যুবক। তারপরে তাদের কপালে জুটল মার।

এই ঘটনাটি ঘটেছে আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির লালগঞ্জ এলাকায়। পুলিশ খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় গিয়ে এলাকার বাসিন্দাদের হাত থেকে উদ্ধার করে। পরে ছাগল চুরির তাদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ায় পুলিশ দুজনকে গ্রেফতার করে।

ধৃতরা হল আসানসোল উত্তর থানার রেলপারের মুৎসুদ্দি মহল্লার মহম্মদ আমির ও মুসলিম হক। যদিও এই দুই যুবকের পরিবারের সদস্যদের দাবি, তারা একজন ফেরিওয়ালা ও অন্যজন রাজমিস্ত্রীর কুলি হিসেবে কাজ করে।

মহম্মদ আমিরের পরিবারের সদস্যদের দাবি, মুসলিম হক তাকে কাজের জন্য সকালে ডেকে নিয়ে গেছিল। এই ঘটনার একটি ভিডিও পরে সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরে এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই ভিডিওর সত্যতা যাচাই করেনি অনলাইন কোলফিল্ড টাইমস ।

এদিকে দুই যুবকের পরিবারের সদস্যরা তাদের বিরুদ্ধে উঠা ছাগল চুরির অপরাধ মানতে চাননি। রবিবার সকালে তারা এই ঘটনায় জড়িত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা ও দুই যুবকের চিকিৎসার দাবিতে আসানসোল উত্তর থানার জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাতে রেলপার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

জানা গেছে, শনিবার সকালে আসানসোলের মুৎসুদ্দি মহল্লার বাসিন্দা মুসলিম হক ও মহম্মদ আমির অন্য দিনের মতো কাজ করতে বেরিয়েছিল । তারপর তারা তার বাড়ি ফিরে আসেনি।

এদিকে, আসানসোল উত্তর থানার কন্যাপুর ফাঁড়ির লালগঞ্জ এলাকার বাসিন্দারা সেখানে ছাগল চুরির অভিযোগে এই দুজনকে ধরে। এরপর এলাকার লোকজনেরা তাদেরকে একটা মাঠের মধ্যে কাদাজল মাখিয়ে মারধর করে। সেই মারধরের ঘটনার ভিডিও তৈরি করা হয়। পরে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তাতে দেখা যাচ্ছে, ওই দুই যুবককে এক যুবক মারধর করছে। আরও কয়েকজন আশপাশে রয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিও দেখে মহঃ আমির ও মুসলিম হককে তার বাড়ির লোকেরা সনাক্ত করেন। পরে তাঁরা খবর পেয়ে আসানসোল উত্তর থানায় যান। রবিবার সকালে তাঁরা এই ঘটনার প্রতিবাদে জাহাঙ্গীর মহল্লা ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান। তাঁরা বলেন, দুজনকে ফাঁসানো হয়েছে। তারা চুরি করেনি।

মিম নেতা দানিশ আজিজ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। আর ঘটনার পেছনে প্রশাসন ও রাজ্য সরকারের ব্যর্থতাকে দায়ী করেছেন। শুধু তাই নয়, দানিস আজিজ সহ স্থানীয় লোকজনেরা এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। পাশাপাশি দুই যুবককে থানায় না রেখে তাদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *