অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আসানসোল-ছোটা আম্বানা ও আসানসোল-রানিগঞ্জ সেকশনের কর্মীদেরকে সম্বর্ধনা দেওয়া হল। এরজন্য শুক্রবার একটি মেগা অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল আসানসোলের বিবেকানন্দ ( ডুরান্ড) ইনস্টিটিউটে।
এদিনের মেগা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আসানসোল ডিভিশনের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার বা ডিআরএম চেতনা নন্দ সিং ৩০৯ জন কর্মচারীকে তাদের পরিবারের সদস্যদের সাথে সংবর্ধিত করেন।
পুরস্কার গ্রহণের জন্য কর্মচারীদের তাদের পরিবারের সদস্যদের সাথে মঞ্চে আমন্ত্রণ জানানো হয়েছিল। কর্মক্ষেত্রে কর্মীদের মনোবল বাড়াতে পার্সোনেল ডিপার্টমেন্ট এই অনুষ্ঠানের আয়োজন করেছিল।

অনুষ্ঠানে বক্তৃব্য রাখার সময় চেতনা নন্দ সিং বলেন, আমাদের সংস্থার কর্মক্ষমতা তার সদস্যদের একতা এবং দলগত কাজের উপর সমৃদ্ধ হয়। যা অনেকটা একটি পরিবারের মতো। প্রতিটি ব্যক্তির অবদান অত্যাবশ্যক ও সহযোগিতামূলক মনোভাব আমাদের এগিয়ে নিয়ে যায়। আমাদের কর্মচারীদের স্ত্রীদের ভূমিকা সমানভাবে গুরুত্বপূর্ণ। বাড়িতে তাদের সমর্থন এবং বোঝাপড়া আমাদের দলের সদস্যদের কর্মক্ষেত্রে তাদের সেরাটা দিতে সক্ষম করে। একসাথে, একটি বর্ধিত পরিবার হিসাবে, আমরা আরও বেশি সাফল্য অর্জন করি। আসুন আমরা একে অপরকে সমর্থন করার এই ধারা অব্যাহত রাখি। আমাদের কর্মক্ষেত্রের ভেতরে ও বাইরে উভয় পরিবারের প্রতিটি সদস্যের অমূল্য অবদানকে স্বীকৃতি দিই।



Be First to Comment