অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: “তামাক মুক্তি সহায়তা কেন্দ্র ” বা “টোবাগো সিশেসান সেন্টার” চালু হল আসানসোল জেলা হাসপাতালে।
আসানসোল জেলা হাসপাতাল চত্বরে সুপার স্পেশালিটি হাসপাতাল ভবনের গ্রাউন্ড ফ্লোরে এই সেন্টার তৈরি করা হয়েছে পশ্চিম বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের সহযোগিতায়।
শুক্রবার দুপুরে এক অনুষ্ঠানে ফিতে কেটে এই সেন্টারের উদ্বোধন করেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ ডাঃ ইউনুস খান, ডেপুটি সিএমওএইচ (৪) ডা. অনন্যা মুখোপাধ্যায় এবং ডা. গৌতম মণ্ডল।
অন্যদের মধ্যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল জেলা হাসপাতালের সুপার ডা. নিখিল চন্দ্র দাস, সহকারী সুপার ভাস্কর হাজরা, মমতাজ চৌধুরী, সৃজিত মিত্র, ডা. দেবদীপ মুখোপাধ্যায়, জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের ইনচার্জ ডা. সঞ্জিত চট্টোপাধ্যায়, ক্যান্সার বিশেষজ্ঞ ডা. অমিত মুখোপাধ্যায়, দন্ত চিকিৎসক ডা. আরিফ আলী, ডা. সুপ্রিয়া ঘোষাল, ডা. স্বর্নেন্দু চৌধুরী, নার্সিং সুপার।
এই উপলক্ষে এদিন সুপার স্পেশালিটি হাসপাতালের কনফারেন্স হল-এ সেমিনার হয়। সেখানে বক্তব্য রাখেন সিএমওএইচ ডাঃ ইউনুস খান, ডেপুটি সিএমওএইচ (৪) ডা. অনন্যা মুখোপাধ্যায়, জেলা হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. নিখিল চন্দ্র দাস, ডা. গৌতম মণ্ডল, দন্ত চিকিৎসক ডা. সুপ্রিয়া ঘোষাল-সহ অন্যরা।
সিএমওএইচ বলেন, ওয়ার্ল্ড ওরাল হেলথ ডে (২০ মার্চ, ২০২৪) উপলক্ষে ন্যাশনাল টোব্যাকো কন্ট্রোল প্রোগ্রাম কর্মসূচির অধীনে এদিন এই সেমিনার অনুষ্ঠিত হয়। আসানসোল জেলা হাসপাতালের তামাক মুক্তি সহায়তা কেন্দ্র কাউন্সেলিং করা হবে যাদের বিভিন্ন ব্লক থেকে রেফার করা হবে।
এছাড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বলেন, একটি টিম গঠন করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যাতে হাসপাতাল চত্বরে এবং হাসপাতালের বাইরে তামাকজাত দ্রব্য বিক্রি ও ব্যবহার বন্ধ হয়। সবার মধ্যে সচেতনতা বাড়াতে একটা উদ্যোগ নেওয়া হচ্ছে।
Be First to Comment