Press "Enter" to skip to content

আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: আসানসোলে সিবিআই আদালতে বৃহস্পতিবার থেকে কয়লা পাচার মামলার চার্জ গঠনের প্রক্রিয়া শুরু হল।

এদিন সবমিলিয়ে দু’ঘন্টা মতো শুনানি হয়। এদিন সকাল সাড়ে দশটা নাগাদ শুনানি শুরু হল আসানসোল সিবিআই আদালতে। সিবিআইয়ের আইনজীবি রাকেশ কুমার চার্জ গঠনের আবেদন জানান ।

বিচারক রাজেশ চক্রবর্তী সিবিআইয়ের আইনজীবির কাছে জানতে চান, কোন কোন ধারায় কাদের অভিযুক্ত করা হয়েছে । তখন রাকেশ কুমার বলেন, পাবলিক সারভেন্ট বা সরকারি হিসেবে ইসিএল কর্মী ১২ জন, কোম্পানি ১০টি ও ইনডিভিজুয়াল বা ব্যক্তিগত ভাবে ২৭ জনের নামে অর্থ্যাৎ মোট তিনটি ভাগে বিভিন্ন ধারা প্রয়োগ করা হয়েছে । সেই ধারাগুলির মধ্যে বেশ কয়েকটি ধারাকে চ্যালেঞ্জ করেন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা । তারা তাদের স্বপক্ষে বক্তব্য রাখার জন্য সময় চাইলে বিচারক আগামী সোমবার ১৮ নভেম্বর তাদেরকে বক্তব্য রাখার দিন ধার্য করেন ।

সেদিন অভিযুক্ত পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য রাখবেন। আশা করা হচ্ছে, সেই শুনানির পরে কয়লা পাচার মামলায় বহু চর্চিত চার্জ গঠনের অন্য একটা দিন ঠিক করা হবে ।

প্রসঙ্গত, এই মামলায় মোট ৫০ জন অভিযুক্ত রয়েছেন । এর মধ্যে বিনয় মিশ্র এখনো ফেরার । অভিযুক্তদের মধ্যে একজন মারা গেছেন । অর্থাৎ বাকি ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন হবে। এদিন সেই ৪৮ জনের মধ্যে ৪৬ জন উপস্থিত ছিলেন।

এদিন একজনের মা মারা যাওয়ায় তিনি অনুপস্থিত ছিলেন বা আদালতে আসেননি। আর একজন অসুস্থ বলে তার আইনজীবী এদিন আদালতে জানান।

আদালত সূত্র থেকে জানা গেছে, লালা ওরফে অনুপ মাজির বিরুদ্ধে অন্যদের তুলনায় একাধিক ধারা যোগ করা হয়েছে। এছাড়াও সেই তালিকায় আছেন রত্নেশ্বর ভার্মা ও বিকাশ মিশ্র।

অভিযুক্তদের তরফে তিন আইনজীবী শেখর কুন্ডু, সোমনাথ চট্টরাজ ও অভিষেক মুখোপাধ্যায় বলেন, আগামী সোমবার আমরা আমাদের বক্তব্য রাখবো। সিবিআইয়ের তরফে বেশ কিছু ধারা দেওয়া হয়েছে। তা নিয়ে আমাদের আপত্তি আছে। আমরা সেটাই বলব।

উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর এই মামলার শুনানি হয়েছিল। এই মামলায় কেন্দ্রীয় গোয়েন্দা এজেন্সি অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধি বা আইপিসির ৩৭৯, ৪০৯, ৪১১, ৪১৩, ৪১৪, ৪২০, ৪৭১ ও ১২০/বি, ১৯৫৭ সালের মাইনস্ এ্যান্ড মিনারেলস্ আইনের ২১ ও পিসি এ্যাক্ট বা প্রিভেনশন অফ করাপশন আইনের ৮, ১৩(২) নং ধারা প্রয়োগ করেছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *