Press "Enter" to skip to content

একই দিনে মনোনয়নপত্র জমা দিতে পারেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল, বিজেপি ও সিপিএম প্রার্থী

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল : রাজনৈতিক লড়াইয়ের ময়দানে পরস্পর চিরপ্রতিদ্বন্দ্বী। রাজনৈতিক মতাদর্শও আলাদা। কিন্তু এ বার সেই তিন প্রধান রাজনৈতিক দল তৃণমূল, বিজেপি ও সিপিএমের তিন প্রার্থী আসানসোল লোকসভা নির্বাচনে লড়াইয়ে জন্য আগামী ২৩ এপ্রিল একই দিনে তাঁদের মনোনয়ন পত্র জমা দিতে চলেছেন। এখনও পর্যন্ত এটাই সিদ্ধান্ত হয়েছে ।

আসানসোল লোকসভা কেন্দ্রের তিন প্রার্থী হলেন তৃণমূলের শত্রুঘ্ন সিনহা, বাম ও কংগ্রেস জোটের সিপিএমের জাহানারা খান এবং বিজেপির এসএস আলুওয়ালিয়া এক দিনেই মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থীর এবারের ইলেকশন এজেন্ট আসানসোল পুরনিগমের চেয়ারম্যান অমর চট্টোপাধ্যায় শুক্রবার জানিয়েছেন, আগামী ২৩ এপ্রিল সকালে জিটি রোডের বিএনআর থেকে মিছিল করে দুপুর সাড়ে ১১ টার মধ্যেই আসানসোলে জেলাশাসকের দপ্তরে যাওয়া হবে। তারপর সেখানেই দলের প্রার্থী শত্রুঘ্ন সিনহা মনোনয়নপত্র জমা দেবেন।

ওইদিনই বিজেপির প্রার্থী এসএস আলুওয়ালিয়া জেলাশাসকের অফিসে মনোনয়ন পত্র জমা দেবেন বলে জানিয়েছেন জেলা নেতা প্রশান্ত চক্রবর্তী।

অন্যদিকে বামফ্রন্ট ও কংগ্রেসের জোট প্রার্থী সিপিএমের জাহানারা খান ওই একই দিনে দুপুর ১২টার পরে মনোনয়নপত্র জমা দেবেন বলে জানা গেছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *