আসানসোল : মাধ্যমিক পরীক্ষার্থীদের পাশে দাঁড়ালো আসানসোল বাস অ্যাসোসিয়েশন ও আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশন।
বাস ও মিনিবাসে করে আসানসোল মহকুমার যে কোন পরীক্ষা কেন্দ্রে বিনা ভাড়ায় যাতায়াতে মিলবে সুবিধা। এই ছাড় দেওয়া সিদ্ধান্ত দুই অ্যাসোসিয়েশনের তরফে আসানসোল পুরনিগমের মেয়র বিধান উপাধ্যায়, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল দূর্গাপুরের পুলিশ কমিশনার, ডিসিপি ( ট্রাফিক), জেলার আরটিও মৃন্ময় মজুমদার সহ অন্য পুলিশ ও প্রশাসনের আধিকারিকদেরকে জানিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার আসানসোল বাস অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মুখোপাধ্যায় ও আসানসোল মিনিবাস অ্যাসোসিয়েশনের সম্পাদক সুদীপ রায় জানিয়েছেন , “আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই বছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এই পরীক্ষা আগামী ২২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছি যে, আসানসোল সাবডিভিশনের মধ্যে যেসব এলাকায় বাস ও মিনিবাস পরিষেবা চালু আছে সেসব এলাকায় থেকে পরীক্ষার্থী বিভিন্ন সেন্টারে পরীক্ষা দেওয়ার জন্য যাতায়াত করবেন। তাঁরা বিনাভাড়ায় বাস ও মিনিবাসে যাতায়াত করতে পারবেন”।

এক্ষেত্রে পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড অবশ্যই তার সঙ্গে থাকা বাঞ্ছনীয় বলে বিজনবাবু ও সুদীপবাবু জানিয়েছেন।




Be First to Comment