অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, বারাবনি : ২০ কেজি গাঁজা-সহ গ্রেফতার হল এক মোটরবাইক চালক। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার আসানসোলের বারাবনি থানার পুলিশ ২০ কেজি গাঁজা সহ ওই মোটরবাইক চালককে গ্রেফতার করে।
গ্রেফতার হওয়া মোটরবাইক চালকের নাম কৃষ্ণা রায়। তার বাড়ি পাশের রাজ্য ঝাড়খণ্ডের নলা থানা এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, এদিন সকালে আসানসোলের বারাবনি থানার পানুরিয়া থেকে অজয় নদী ঘাট যেতে হোসেনপুর রাস্তার কাছে একটি মোটরবাইককে আটকানো হয়। জেরা করা হয় বাইক চালক কৃষ্ণা রায়কে। সন্দেহ হওয়ায় তল্লাশি নেওয়ার সময় তার কাছ থেকে ২০ কেজি গাঁজা পাওয়া যায়।

এরপর এদিনই ধৃতকে আসানসোল আদালতে তোলা হয়। পুলিশ জানায়, এই গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল ও কোথায় তা নিয়ে যাওয়া হচ্ছিল, তা ধৃতকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে।



Be First to Comment