আসানসোল: ১২ নভেম্বর থেকে শুরু হল ভোটার তালিকায় নাম তোলার প্রক্রিয়া। মঙ্গলবার আসানসোলের এডিডিএর গেস্ট হাউসে সব রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে জেলা শাসক এস পন্নামবলাম ভোটার তালিকা নিয়ে একটা বৈঠক করলেন।
জেলা শাসক জানান, অক্টোবর মাসে ১৮ বছর বয়স হওয়া সকল ছেলেমেয়েরা ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারেন, প্রত্যেক বুথে সরকারি আধিকারিকরা থাকবেন সেখানে গিয়ে ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করতে পারেন তাছাড়া ওয়েবসাইটে গিয়ে নাম তোলা যাবে। ভোটার তালিকায় নাম সংশোধন ও ঠিকানা পরিবর্তন করা যাবে। এই প্রক্রিয়া আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে ও ২০২৫ সালের জানুয়ারি মাসে ভোটার তালিকা প্রকাশ করা হবে।
ভূয়ো ভোটার আটকাতে নির্বাচন কমিশন থেকে ব্যাবস্থা নেওয়া উচিত।
মঙ্গলবার আসানসোলের এডিডিএর গেস্ট হাউসে ভোটার তালিকা নিয়ে জেলা শাসক সর্বদলীয় বৈঠকের আয়োজন করে। বৈঠক শেষে জেলা জাতীয় কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী জানান আসানসোল পুরনিগমে জন্ম, মৃত্যু সম্বন্ধে যেরকম নিবন্ধীকরন করা হয় সেইরকম ভোটার তালিকায় মৃত্যুর নিবন্ধীকরন করলে নির্বাচন কমিশনের সুবিধা হবে ভোটার তালিকা সংশোধন করার। তাতে ভূয়ো ভোটার আটকানো যাবে বারবার বলা সত্ত্বেও এই কাজ করা হচ্ছে না নির্বাচন কমিশন থেকে পঞ্চায়েত এলাকায় ভোটার তালিকা সংশোধন নিয়ে জটিলতা তৈরি হয় কারণ মৃতুর শংসাপত্র অনেকে না দেবার কারণে সঠিকভাবে নির্ণয় নেওয়া যায় না।
তিনি জানান মৃত্যুর শংসাপত্র দিলে সহজেই ভোটার তালিকা থেকে নাম সংশোধন করা যাবে।
Be First to Comment