উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : সুন্দরবনের অসহায় মানুষের জন্যে আবারও এগিয়ে এল মানবাধিকার সংগঠন এপিডিআর।
এমনিতেই সারা বছর সুন্দরবনের মানুষের পাশে থেকে তাদের অধিকার রক্ষায় কাজ করে চলেছেন এপিডিআর কর্মীরা।সুন্দরবনের কুলতলি মৈপিঠে রিমেল ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারদের হাতে ত্রিপল তুলে দেওয়া হল সোমবার সূর্য সেন ব্রিগেডের সহযোগিতায় গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি এপিডিআর- এর উদ্যোগে। সুন্দরবনের বহু প্রান্তিক মানুষ এই সাহায্যে উপকৃত হয়।
গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতির দক্ষিণ ২৪ পরগনা জেলার সহ সম্পাদক মিঠুন মণ্ডল বলেন ,”রাজ্য সরকারের উচিত অবিলম্বে রিমেলে ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণের বন্দোবস্ত করা।এই বর্ষায় যাতে বন্যা পরিস্থিতি আর না সৃষ্টি হয় সেজন্য সরকারের উচিত অবিলম্বে নদী,খালগুলোর দ্রুত সংস্কার করা।”





Be First to Comment