পুরুলিয়া স্টেশনে এসে নামে অতিরিক্ত বাহিনী। ছবি: প্রতিবেদক
প্রবোধ দাস ,পুরুলিয়া: আসন্ন নির্বাচন নির্বাচনকে সামনে রেখে পুরুলিয়া এসে পৌঁছাল কেন্দ্রীয় বাহিনী। নির্বাচনের দিকে লক্ষ্য রেখে পুরুলিয়ায় এসে পৌঁছল অতিরিক্ত আরও এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
শনিবার দুপুরে পুরুলিয়া স্টেশনে তম্বরম এক্সপ্রেস থেকে নামে অতিরিক্ত এই বাহিনী। জেলা পুলিশের তরফ থেকে বাহিনীকে স্টেশন থেকে নির্দিষ্ট গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। ইতিমধ্যেই মাওবাদী অধ্যুষিত এলাকায় মোতায়েন থাকা জেলার তিন কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করে দিয়েছে ।
নতুন করে জেলায় আসা এক কোম্পানি সিআরপিএফ তাদের সঙ্গে যোগ দেবে বলে জানা গেছে। ঠিক কত কোম্পানী কেন্দ্রীয় বাহিনী জেলায় আসবে তার সঠিক তথ্য পাওয়া না গেলেও সূত্র থেকে খবর কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়বে।
এ দিন দুপুরে আসা কেন্দ্রীয় বাহিনীর দায়িত্বপ্রাপ্ত আধিকারিক জানিয়েছেন, নির্বাচনের কাজে তাঁরা পুরুলিয়া এসেছেন। নির্বাচনে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, তাই কেন্দ্রীয় সেনা বাহিনী সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া করাতে এমন আগমন।
Be First to Comment