Press "Enter" to skip to content

উমারানি গড়াই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুলে বার্ষিক অনুষ্ঠান

আসানসোল : উমারানি গড়াই মহিলা কল্যাণ বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় বা গার্লস হাইস্কুলে শুক্রবার এ্যানুয়াল প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গত দুবছর অর্থাৎ ২০২৩ ও ২০২৪ শিক্ষাবর্ষে পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়েও দক্ষতা অর্জন করেছে এমন পড়ুয়াদেরকে এদিনের অনুষ্ঠানে পুরষ্কৃত করা হয়। সবমিলিয়ে ৩৪২ জন পড়ুয়াকে এদিন স্কুলের তরফে পুরস্কৃত করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দোপাধ্যায় ও স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষিকা কল্পনা বিশ্বাস এবং আসানসোল গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ শিক্ষাবীদ প্রশান্ত কুমার দে সরকার । এছাড়াও ছিলেন স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা ( টিআইসি) পাপড়ি বন্দোপাধ্যায়, অন্য শিক্ষিকাগণ, শিক্ষা কর্মী, প্রাক্তন শিক্ষিকা, পড়ুয়া ও অভিভাবকেরা।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিন অতিথি এই স্কুলের পড়াশোনার পাশাপাশি পড়ুয়াদেরকে তাদের সামাজিক জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলাবদ্ধ হওয়ার পাঠ দেওয়ার বিষয়টি তুলে ধরেন। তারা আরো বলেন, এটাই এই স্কুলের একটা অন্যতম দিক। যে কারণে এই স্কুল ৯৫ বছরেরও নিজের সুনাম ধরে রেখেছে।
এই বিষয়ে সহকারী প্রধান শিক্ষিকা পাপড়ি বন্দোপাধ্যায় বলেন, গত দুবছরে ( ২০২৩ ও ২০২৪) পড়াশোনার পাশাপাশি অন্যান্য বিষয়েও ভালো পারফরম্যান্স করেছে এমন ৩৪২ জন পড়ুয়াকে পুরস্কৃত করা হয়েছে।

এর পাশাপাশি দুটি বিভাগে বিশেষ পুরস্কারও দেওয়া হয় চার পড়ুয়াকে। সেই দুটি বিভাগ হল “আমি ও পারি” ও ” বিনম্র আচরণ “। ” আমি ও পারি”-তে পুরষ্কার পেয়েছে আনিশা মূর্মূ ও শ্রীপর্ণা পাত্র । আর “বিনম্র আচরণ”-এ দুবছরে যে দুজন পুরষ্কার পেয়েছে তারা হলো সুশ্রীতা হাজরা ও প্রতীক্ষা কোনার। এদিন স্কুলের বার্ষিক পুরষ্কার বিতরণের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *