Press "Enter" to skip to content

ঠিকা মজদুর কংগ্রেসের বার্ষিক সম্মেলন দুর্গাপুরে

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা: দুর্গাপুরের এ – জোন, রাজেন্দ্র ভবনে আলোয় স্টিল ওয়ার্কার্স ইউনিয়ন এবং এএসপি ঠিকা মজদুর কংগ্রেসের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল ।

এই বার্ষিক সম্মেলনে প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন রাজ্য INTUC-র সভাপতি কামরুজ্জামান কামার। উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস কার্যকরী কমিটির সদস্য তরুণ রায়, INTUC-র জেলা সভাপতি শ্রী সুভাষ সাহা, HSWU/DSP-র জয়েন্ট কনভেনর রজত দীক্ষিত।

এই বার্ষিক সম্মেলনে সর্বসম্মত ভাবে ASWU/ASP/ INTUC ইউনিয়নের সভাপতি পুনরায় নির্বাচিত হন ন্যাশনাল INTUC-র সভাপতি ড. জি সঞ্জীভা রেড্ডি, সাধারণ সম্পাদক প্রদীপ দত্ত, কোষাধ্যক্ষ স্নেহাংশু সুপকার।

রাজ্য সভাপতি কামরুজ্জামান কামার নির্দেশ দেন, এএসপি তে INTUC-কে আরো শক্তিশালী করতে হবে। কোনো বিভেদ রাখা যাবে না। সবাইকে এক হয়ে কাজ করতে হবে।

তরুণ রায় বলেন, শিল্পাঞ্চলে INTUC-র ভূমিকা অনেক। INTUC শক্তিশালী হলে কংগ্রেস শক্তিশালী হবে। ঠিকাদারি প্রথা রাখা যাবে না।

INTUC-র জেলা সভাপতি সুভাষ সাহা বলেন, রাজ্য সভাপতির নির্দেশ অনুসারে ব্যক্তি কেন্দ্রিক সংগঠন করা চলবে না, রাজ্য INTUC-কে শক্তিশালী পাশাপাশি কেন্দ্রীয় সংগঠনকে শক্তিশালীকে করতে হবে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *