আসানসোল: মঙ্গলবার সোসাল মিডিয়ায় কুকুরকে নির্দয়ভাবে মারার সিসি টিভি ফুটেজ ভাইরাল হওয়ায় উত্তেজনা ছড়ায় আসানসোল শহরে, ফুটেজ দেখে ঘটনাস্থলে পৌঁছে যায় পশুপ্রেমী সংঘটনের সদস্যারা।
সোসাল মিডিয়ায় পোস্ট করা সিসি ফুটেজের ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে মহিশীলা কলোনির সানভিউ পার্কের কোন এক জায়গায় চার পাঁচটা কুকুর নিজেদের মধ্যে খেলছিল এবং ডান্ডা হাতে নিয়ে এক ব্যাক্তি সেখানে এসে একটা কুকুরকে ডান্ডা দিয়ে তার কোমড়ে আঘাত করে, তারপর কোনরকমে কুকুরটা অন্যদিকে পালিয়ে যায়।
ওই ভাইরাল ভিডিও দেখে আসানসোলের পশু প্রেমী সংঘটনের সদস্যা লিপিকা চক্রবর্তী, তারা নাগ, দেবরাজ কর্মকার এবং সৌরিশ গড়াই ঘটনাস্থলে পৌঁছে দুস্কৃতিকে শনাক্তে করতে সক্ষম হয়।জানা যায় উক্ত ব্যাক্তির নাম সুকান্ রায় এবং তিনি যুবকদের ক্যারাটে ও মার্শাল আর্টের প্রশিক্ষণ দিয়ে থাকে।

পশু প্রেমী সংস্থার পক্ষ থেকে আসানসোল দক্ষিণ থানায় অবলা জীবকে প্রাণ নাশের অভিযোগ জানান এবং তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার আবেদন জানান । পশু প্রেমী সংস্থার লিপিকা চক্রবর্তী জানান, ইতিপূর্বে আসানসোল দক্ষিণ থানার চেলিডাঙ্গায় এক ব্যাক্তি রাস্তার কুকুরকে নির্দয়ভাবে মেরে হত্যা করে, ওই ব্যাপারে আসানসোল দক্ষিণ থানায় অভিযোগ জানালেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোন পদক্ষেপ গ্রহণ না করাতে রাস্তার কুকুরদের উপর পাশবিক অত্যাচার বেড়ে চলেছে।




Be First to Comment