উদ্ধার হওয়া লক্ষ্মী প্যাঁচা। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: স্থানীয় এক যুবকের তৎপরতায় উদ্ধার একটি প্যাঁচা। তুলে দেওয়া হল বন দফতরের হাতে।
বৃহস্পতিবার সকালে জয়নগর মিত্রগঞ্জে কুলপি রোডের পাশের একটি পুকুরের উপর থাকা জালে একটি প্যাঁচাকে পড়ে থাকতে দেখেন স্থানীয় অমিত দাস নামে এক যুবক। বনদফতরের বারুইপুর রেঞ্জের মথুরাপুর বিট অফিসে যোগাযোগ করেন তিনি।
খবর পেয়ে বনদফতরের মথুরাপুর বিট অফিসের তিন কর্মী এসে উদ্ধারকারী অমিত দাসের কাছ থেকে প্যাঁচাটিকে উদ্ধার করে নিয়ে যান।
এ ব্যাপারে বনদফতরের কর্মীরা জানান, “এটি একটি লক্ষ্মী প্যাঁচা। জালে জড়িয়ে পায়ে সামান্য চোট পেয়েছে। আমরা ওর শারীরিক পরীক্ষা করে সুস্থ করে নরেন্দ্রপুর অভয়ারণ্যে পাঠিয়ে দেব।”
আর এ ব্যাপারে প্যাঁচা উদ্ধারকারী অমিত দাস নামে ওই যুবক বলেন, “এই প্যাঁচা বর্তমানে বিরল। তাই বনদফতরের হাতে তুলে দিতে পেরে আমি খুশি।”
আরও পড়ুন: দুর্গাপুরে সিটিসেন্টার এলাকায় হুলস্থুল কাণ্ড! বাঘরোল উদ্ধার করতে গিয়ে বনকর্মী-সহ জখম ২
Be First to Comment