উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি : এ কোনো গল্প নয়, লটারি কেটে এ বার রাতারাতি কোটিপতি হলেন কুলতলির এক পরিযায়ী শ্রমিক।
সংসারে অভাব অনটন লেগে আছে, প্রতি বছরে ভিন রাজ্যে কাজ করতে কখনো কেরলে কখনো দিল্লি কখনো বোম্বেতে যান বহু শ্রমিক কুলতলি থেকে। গত মাসেই বাড়ি ফিরেছেন কুলতলি ব্লকের দেউলবাড়ী এলাকার রাজকুমার সরদার নামে এক শ্রমিক।জামতলা থেকে বাজার করে ফেরার পথে হঠাৎ করে জামতলা বাসস্ট্যান্ডে দেবপ্রসাদ হালদারের কাছ থেকে লটারির টিকিট কাটে রাজকুমার শুক্রবার। আর সেই টিকিটেই খুলে গেল রাজকুমারের ভাগ্যের চাকাটা।
রাতারাতি কোটিপতি হয়ে গেলেন তিনি। আর মূর্হূতের মধ্যে সে খবর ছড়িয়ে পড়ে কুলতলির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে।আর খবর পেয়ে রাজকুমারের কাছে চলে আসেন কুলতলির থানার এস আই দীপংকর দাস সহ পুলিশের টিম। তাঁরা রাজকুমারের নিরাপত্তার খাতিরে রাজকুমারকে নিজেদের হেফাজতে নেয়।

আর এই খবরে আনন্দে আত্মহারা রাজকুমারের পরিবার।রাজকুমার চান এই টাকায় নিজের এলাকায় ব্যবসা করতে।নিজের পায়ে দাঁড়াতে ও নিজের বাড়ি করতে এবং তার পরে এলাকার গরিব মানুষের পাশে থাকতে।




Be First to Comment