প্রবোধ দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর-১ ব্লকের আড়রা এলাকায় এবার ডায়রিয়ার প্রকোপ দেখা দিল। জানা যায়, গতকাল রাত থেকেই পেটে যন্ত্রণা ও বমির সমস্যায় ভুগছেন আড়রা এলাকার কর্মকার পাড়া সহ চৌবে পাড়া, বাউরি পাড়া ও আচার্য পাড়ার বহু মানুষজন। যার মধ্যে পুরুষ, মহিলা থেকে শুরু করে রয়েছে শিশুও। এলাকাবাসীরা প্রাথমিকভাবে মনে করছেন টাইমকলের পানীয় জল থেকেই ছড়িয়েছে ডায়রিয়া।
এমন খবর পাওয়া মাত্রই প্রবল বৃষ্টিতে উপেক্ষা করে মেডিকেল টিমকে সঙ্গে নিয়ে এলাকায় গিয়ে আক্রান্ত মানুষজনদের সমস্ত রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেন আড়রা গ্রামপঞ্চায়েতের প্রধান তুফান কুমার রায়। পেটের অসহ্য যন্ত্রণায় বাড়িতে কাতরাতে থাকা এক যুবককে এদিন চিকিৎসার জন্য তড়িঘড়ি হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। প্রধান তুফান কুমার রায়ের সঙ্গে এদিন উপস্থিত ছিলেন পুরুলিয়া জেলা পরিষদের সদস্যা সরস্বতী বাউরি সহ আড়রা গ্রামপঞ্চায়েতের উপ-প্রধান অসীম বাউরি, এলাকার পঞ্চায়েত সদস্যা মঞ্জু কর্মকার ও আদ্রা এলাকার বিশিষ্ট সমাজসেবী রাজা চৌবে-সহ এলাকার বিশিষ্ট ব্যক্তি।
এদিন তাঁরা এলাকার ডায়রিয়ায় আক্রান্ত হওয়া মানুষজনদের বাড়িতে বাড়িতে গিয়ে আতঙ্ক না হওয়ার বার্তা দিয়ে প্রয়োজনীয় ওষুধপত্রসহ পাশে থাকার আশ্বাস দেন। অন্যদিকে মেডিকেল টিমের পাশাপাশি এলাকায় পৌঁছানো স্বাস্থ্য দপ্তরের টিমের সহযোগিতায় এলাকায় জমে থাকা নোংরা জলসহ পুকুর, কুয়ো ও বিভিন্ন জায়গায় ব্লিচিং পাউডার ছড়ানো হয়।

এছাড়াও পিএইচই দফতরে আধিকারিক ও কর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে টাইমকলের পানীয় জল সংগ্রহ করে তা টেস্টের জন্য পাঠান।জানা যায়, এখন পর্যন্ত এলাকার প্রায় ২০ থেকে ২৫ জনের মতো ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। যার মধ্যে একাধিকজনকে হাসপাতালে ভর্তি করা হলেও বেশ কিছুজন বাড়ির মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। স্বাভাবিক ভাবেই ঘটনাকে ঘিরে এলাকাবাসীদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে।
যদিও আড়রা গ্রামপঞ্চায়েতের প্রধান তুফানকুমার রায় বলেন, আতঙ্ক হওয়ার কোনও কারণ নেই। এলাকাবাসীদের পাশে রয়েছি আমরা।




Be First to Comment