দুর্গাপুর : বামুননাড়া তপোবন সিটি বহুতল থেকে ছিঁড়ে পড়ল লিফট, আশঙ্কাজনক এক সেনা জওয়ান।
রক্ষণাবেক্ষণে গাফিলতির অভিযোগ তুলে আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছেন আবাসিকরা।
জানা গেছে, জখম একজন আবাসিক সেনা জওয়ানের নাম কৃশানু বন্দ্যোপাধ্যায়। তাঁকে বিধাননগরের একটি বেসরকারি মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে ভর্তি করা হয়।

জানা গেছে, তপোবন সিটির ৫৮ নম্বর টাওয়ারের পাঁচতলা থেকে লিফটে চেপে নিচে নামছিলেন কৃশানুবাবু। লিফটে চাপা মাত্র তা ছিঁড়ে একেবারে নিচে পড়ে যায়। গুরুতর জখম হন কৃশানুবাবু।
জানা গেছে, নিরাপত্তারক্ষী ও আবাসিকরা লিফটের দরজা ভেঙে ভেতরে ঢুকে কৃশানুবাবুকে উদ্ধার করেন। তাঁকে নিয়ে যাওয়া হয় বেসরকারি হাসপাতালে। এমন ঘটনায় চরম ক্ষুব্ধ আবাসিকরা।
সেখানকার আবাসিকদের অভিযোগ, দীর্ঘদিন রক্ষণাবেক্ষণের অভাবেই এমন ঘটনা ঘটেছে। তাদের আরো অভিযোগ, এর আগেও একাধিক বার লিফটে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। অভিযোগ জানানোর পরেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। এবার একেবারে লিফট ছিঁড়ে পড়ল পাঁচতলা থেকে।
তপোবন সিটি আবাসনের সম্পাদক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায় বলেন, আজ বড় ধরনের দুর্ঘটনা ঘটে গেল। এর আগেও একাধিকবার ফাঁকা লিফট ছিঁড়ে পড়েছে। আবাসন কর্তৃপক্ষের তাতে কোনও হেলদোল ছিল না । আজ এত বড় ঘটনা ঘটে গেল তারপরেও আবাসন কর্তৃপক্ষের দেখা নেই।
তপোবন সিটি আবাসন কর্তৃপক্ষের সুপারভাইজার উজ্জ্বল মুখোপাধ্যায় বলেন, “এমন দুর্ঘটনা সত্যিই দুঃখজনক। তবে আমাদের তরফ থেকে বেশ কয়েকবার রক্ষণাবেক্ষণ করা হয়। আবাসিকদের সমস্যার সমাধানেরও চেষ্টা চালানো হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সেদিকেও নজরদারি আরো বাড়ানো হবে”।




Be First to Comment