Press "Enter" to skip to content

দোল উৎসবকে সামনে রেখে থানার উদ্যোগে সর্বদলীয় বৈঠক হয়ে গেল জয়নগরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: থানার উদ্যোগে শনিবার জয়নগর মজিলপুর-পুরসভার আমন্ত্রণ কমপ্লেক্সে দোল উৎসবকে সামনে রেখে প্রশাসনিক ও সর্বদলীয় বৈঠক হয়ে গেল।

উপস্থিত ছিলেন জয়নগর থানার আইসি পার্থসারথি পাল, জয়নগর মজিলপুর পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার, ভাইস চেয়ারম্যান রথীনকুমার মণ্ডল, জয়নগর থানার এসআই উত্তম ঘোষ, সমাজসেবী তুহিন বিশ্বাস-সহ আরও অনেকে।

এ দিনের এই প্রশাসনিক বৈঠকে জয়নগর থানা এলাকার একাধিক পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, সদস্য-সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। রমজান মাস ও দোল উৎসবকে সাফল্য করতে এবং কী ভাবে এই কাজটি সফল করতে হবে সে বিষয়ে আলোকপাত করা হয়। ওইদিন আইন শৃঙ্খলা ভাঙলে কী হবে সেই বিষয়েও আলোচনা করা হয়।

এ দিন আইসি পার্থসারথি পাল বলেন, সবাইকে অনুরোধ সুষ্ঠু ভাবে দোল উৎসবকে পালন করতে হবে। সবার সহযোগিতা চাই এই উৎসব পালন করার জন্য।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *