কুলটি : বৃহস্পতিবার সকালে আসানসোল পুরনিগমের কুলটির মিঠানি গ্রামে পুলিশের কড়া নিরাপত্তার মধ্যে বিদ্যুতের টাওয়ার বসানোর কাজ শুরু হল।
গত সেপ্টেম্বর মাসে সরকার পক্ষ থেকে টাওয়ার বসাতে গেলে সাতাইশা মোড়ে প্রচন্ড বাধা পেয়েছিল পুলিশ বাহিনী। এলাকার মহিলারা ডোজারের সামনে বসে বিক্ষোভ দেখিয়েছিলেন, তাদের সরাতে গিয়ে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের মহিলা পুলিশ বাহিনীকে প্রচন্ড বেগ পেতে হয়েছিল।
অন্যদিকে গ্রামবাসীদের সঙ্গে পুলিশ বাহিনীর খণ্ডযুদ্ধ শুরু হয়েছিল এবং পুলিশ বাহিনীকে পিছু হটতে বাধ্য করেছিল গ্রামবাসীরা। বৃহস্পতিবার প্রায় একমাস পর আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশ বাহিনী মিঠানি গ্রামে গিয়ে বিদ্যুতের টাওয়ার বসানোর কাজ শুরু করে।
অপ্রীতিকর ঘটনা ও ঝামেলা এড়াতে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছিল। মিঠানি গ্রাম কার্যত পুলিশ বাহিনীর দখলে হলেও এলাকাবাসীদের মধ্যে ক্ষোভ ছিল।
Be First to Comment