আসানসোল : বুধবার দুপুরে আসানসোল দক্ষিণ থানার হটন রোডের রাস্তা এবং নালা সংস্কার কাজের উদ্বোধন করলেন আসানসোল পুরনিগমের মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জী এবং বরো চেয়ারম্যান।
মেয়র পরিষদের সদস্য গুরুদাস চট্টোপাধ্যায় জানান, আসানসোল শহরের হটন রোড এলাকায় বর্ষার সময় জল জমে এলাকা প্লাবিত হওয়ার সমস্যা দীর্ঘদিনের। এই সমস্যার সমাধানের জন্য আসানসোল পুরনিগমের পক্ষ থেকে ৭২ লক্ষ টাকা খরচ করে নালাটা চওড়া করার পাশাপাশি রাস্তা তৈরি করা হবে। এর ফলে দীর্ঘদিনের সমস্যার একটা সমাধান হবে এবং এই কাজ করতে তিনমাসের বেশি সময় লাগবে। আশা করা যায় বর্ষার আগেই কাজ শেষ হয়ে যাবে। নালাটি বস্তিন বাজারে মে আই হেল্প ইউয়ের কাছে বড় নালার সঙ্গে যুক্ত করা হবে।




Be First to Comment