এলাকার মানুষের সুবিধার কথা মাথায় রেখে চালু হল পরিষেবা। ছবি: প্রতিবেদক
উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাসের চেষ্টায় দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের আর্থিক সহায়তায় বৃহস্পতিবার জয়নগর-১ ব্লকের বহড়ু বিডিও অফিস এলাকা থেকে একটি অ্য়াম্বুলেন্স ও তিনটি বিশুদ্ধ পানীয় জলের গাড়ির পরিষেবা চালু হল।
মুমূর্ষ রোগীদের পরিষেবা দেওয়ার লক্ষ্যে জয়নগর-১ ব্লকের ১২টি গ্রাম পঞ্চায়েত-সহ আশেপাশের এলাকার মানুষের সুবিধার কথা মাথায় রেখে এ দিন এই অ্যাম্বুলেন্স পরিষেবার সূচনা হয়।
এ ছাড়া জয়নগর-১ ব্লক এলাকার বারোটি গ্রাম পঞ্চায়েতে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবা দিতে পানীয় জলের গাড়ির শুভ সূচনা হয়। এ দিন বহড়ুতে এই শুভ সূচনা অনুষ্ঠানে পতাকা নেড়ে শুভ সূচনা করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর-১ ব্লকের যুগ্ম বিডিও তনয় মুখোপাধ্য়ায়, জেলা পরিষদ সদস্য বন্দনা লস্কর, জয়নগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি ঋতুপর্ণা বিশ্বাস, সহকারী সভাপতি সুহানা পারভিন বৈদ্য, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজলকান্তি সাহা, হাজী শুকুর আলী, মানস নস্কর-সহ একাধিক কর্মাধ্যক্ষ ও পঞ্চায়েত সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
জয়নগর-১ পঞ্চায়েত সমিতি অধীনে এই অ্যাম্বুলেন্স ও বিশুদ্ধ পানীয় জলে গাড়িগুলি পঞ্চায়েত সমিতির অফিসে থাকবে এবং এখান থেকেই জয়নগর-১ ব্লক এলাকার বিভিন্ন প্রান্তে পরিষেবা প্রদান করা হবে বলে এ দিন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস উল্লেখ করেন। আর এই পরিষেবা চালু হওয়ায় এলাকার মানুষের অনেক কাজে লাগবে বলেই মনে করেন বিধায়ক।
Be First to Comment