Press "Enter" to skip to content

দিলীপ ঘোষের সমর্থনে দেওয়াল লেখায় ২ বিজেপি কর্মীকে কাজ থেকে বসিয়ে দেওয়ার অভিযোগ, নিশানায় তৃণমূল

অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, দুর্গাপুর : লোকসভা ভোটের প্রচার তুঙ্গে। তারই সঙ্গে ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। উপরতলার নেতানেত্রীদের গরম গরম ভাষণ, অন্য দিকে নিচুতলাতেও অব্যাহত আকচাআকচি।

ঘটনায় প্রকাশ, বর্ধমান- দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে দেওয়াল লিখতে গিয়েই চাকরি গেল বেসরকারি হাসপাতালের দুই অস্থায়ী কর্মীর। এমনই অভিযোগ উঠেছে দুর্গাপুরের শোভাপুর এলাকায়। বিজেপি করার অপরাধে তাঁদের কাজ কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। অবশ্য তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে।

স্থানীয় সূত্রে খবর, দুর্গাপুরের শোভাপুরের দুই বিজেপি কর্মী সুভাষ গোপ নিরাপত্তারক্ষী এবং মিলন মণ্ডল মেকানিক্যাল কাজকর্ম করতেন এলাকারই একটি বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। সুভাষের অভিযোগ, সম্প্রতি এলাকার কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে সঙ্গে নিয়ে দিলীপ ঘোষের সমর্থনে এলাকায় পদ্মের ছবি আঁকছিলেন তাঁরা। সেজন্যই তাঁকে ও মিলন মণ্ডলকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, এলাকার তৃণমূল নেতাদের বিষয়টি জানাতে গেলে তাঁদের পার্টি অফিসে গিয়ে পায়ে ধরার নিদানও দেওয়া হয় বলে অভিযোগ তোলেন সুভাষ।

অন্য দিকে, পশ্চিম বর্ধমান জেলা তৃণমূলের সহ-সভাপতি উত্তম মুখোপাধ্যায় অভিযোগ অস্বীকার করে বলেন, ওই দু’জনের কাজের জায়গায় কোনো গাফিলতি আছে কি না সেটা প্রমাণ করুক। কেন কাজ গেল, কর্তৃপক্ষের সঙ্গে কথা বলুক বিজেপি। যদি বিজেপির কর্মীরা না পারেন তাহলে তাঁদের জানালে তাঁরা ব্যবস্থা করবেন বলে জানান তিনি।

তৃণমূলকে কটাক্ষ করে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, বিধানসভা নির্বাচনের আগে এবং পরে বিজেপি কর্মীদের কাজ থেকে বসিয়ে দেওয়া শুরু হয়েছিল। মাঝে কিছুদিন বন্ধ ছিল। লোকসভা নির্বাচনের আগে ফের শুরু হয়েছে। যারা এই ধরণের কাজ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *