উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : এ বার রেল কোয়াটারে কোচিং সেন্টারে ধর্ষণের অভিযোগে। বাবা ও মা-সহ নির্যাতিতা চোদ্দ বছরের নাবালিকাকেও খুনের হুমকি দিয়ে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ উঠল বারুইপুরের এক রেল কর্মীর বিরুদ্ধে।
অভিযোগ,বারুইপুর স্টেশন সংলগ্ন রেল কোয়াটারে কোচিং সেন্টারে গত তিন-চার মাস ধরে এই কাজ করতেন অভিযুক্ত। নাবালিকা এর জেরে মানসিক অবসাদে চলে যায়। মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নির্যাতিতা ছাত্রীর কাউন্সেলিং করাতে হয়। শেষে পরিবারে গুণধর শিক্ষকের কীর্তি জানায় সে।
এরপরেই বারুইপুর থানায় অভিযোগ জানায় নির্যাতিতার পরিবার। পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বিশ্বনাথ সরদার। নির্যাতিতার পরিবারের এও অভিযোগ, কোচিং সেন্টারে অন্য মেয়েদের সঙ্গেও এমনই করতেন অভিযুক্ত।





Be First to Comment