নিজস্ব সংবাদদাতা: জয়নগর-১ ব্লকের ঢোষা চন্দনেশ্বর পঞ্চায়েতের প্রধান রঞ্জিতা সরদারের স্বামী সৌমেন সরদারের কাছ থেকে মিথ্যা প্রলোভন প্রায় ৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ।
মিথ্যা প্রলোভনে টাকা হাতানোর অভিযোগে সোমবার জয়নগর থানার পুলিশ জয়নগর থানার তিলপির খুঁটিবেড়িয়ার বাড়ি থেকে ২৩ বছরের ফিরোজ মণ্ডল নামে এক যুবককে গ্রেফতার করে জয়নগর থানায় নিয়ে আসে।
প্রতারিত প্রধানের স্বামী জয়নগর থানায় অভিযোগ দায়েরের পরে জয়নগর থানার পুলিশ তদন্তে নেমে ফিরোজকে গ্রেফতার করে। ধৃতকে নিজেদের হেফাজতের আবেদন করেছে জয়নগর থানার পুলিশ। ধৃতকে মঙ্গলবার জয়নগর থানা থেকে বারুইপুর মহকুমা আদালতে পাঠানো হয়।
Be First to Comment