অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: দু’দিন আগেই দেশ জুড়ে লোকসভা নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে। আগামী ১৩ মে চতুর্থ দফায় আসানসোল এবং দুর্গাপুর-বর্ধমান আসনে নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে প্রশাসনিক স্তরে প্রস্তুতি শুরু হয়েছে।
সোমবার আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা আড্ডার কনফারেন্স হল বা অডিটোরিয়ামে নির্বাচন কমিশন স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হল।
পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা জেলা নির্বাচনী আধিকারিক ( ডিইও) এস পোন্নাবালামের সভাপতিত্বে হওয়া এই সর্বদলীয় বৈঠকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কমিশনার সুনীলকুমার চৌধুরী ও জেলা প্রশাসনের সমস্ত উচ্চ পদস্থ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
এই বৈঠকে পশ্চিম বর্ধমান জেলার সব রাজনৈতিক দলে প্রতিনিধিদেরকে আচরণবিধি সম্পর্কে জানান জেলাশাসক । আগামী ৪ জুন পর্যন্ত সমস্ত রাজনৈতিক দলের করণীয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়। ভোট গণনার পাশাপাশি জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রশাসনের পক্ষ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয়েও বিস্তারিত তথ্য দেওয়া হয়।
জেলাশাসক সব রাজনৈতিক দলকে প্রশাসনকে সহযোগিতা করার জন্য অনুরোধ জানান জেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করার জন্য।
Be First to Comment