আসানসোল : অল বেঙ্গল বাস মিনিবাস সমন্বয় সমিতির পক্ষ থেকে একাধিক দাবিতে বৃহস্পতিবার বিকেলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক ও আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।
সেই স্মারকলিপিতে পরিবহন পরিষেবা ব্যবসার সাথে যুক্ত বাস মিনিবাসের মালিকদের সাতটি সংগঠন সম্মিলিত ভাবে বাস ভাড়া বৃদ্ধি সহ একাধিক দাবি জানিয়েছে। এই বিষয়ে আসানসোল মিনিবাস ও বড় বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুদীপ রায় ও বিজন মুখোপাধ্যায় বলেন, সরকার ভাড়া নিয়ন্ত্রণ করায় করোনার সময় থেকে সরকার বাসের ভাড়া বাড়ায় নি।
রাজ্য সরকারের নির্দেশ অমান্য করেই হাজার হাজার অবৈধ টোটো ও অটো চলছে এই জেলায় বিভিন্ন বাস ও মিনিবাস রুটে। পাশাপাশি টোটো ও অটোর দৌরাত্ম্যের কারনে বাস ও মিনিবাসের যাত্রী সংখ্যা দিনের পর দিনে কমে যাচ্ছে। এর পাশাপাশি বিহার ও ঝাড়খণ্ডের থেকে বিনা রুট পারমিটের বাস বাংলায় চলছে। প্রশাসনকে এই বিষয়ে বারবার বলা হলেও এই বিষয়ে বিশেষ সুরাহা হচ্ছে না।

তাই যাত্রী পরিষেবা বজায় রাখতে তারা বাস ভাড়া বৃদ্ধির জন্যে আবেদন জানিয়েছেন। সরকার যদি তাদের আবেদনে সাড়া না দেয় সেই ক্ষেত্রে আগামীদিনে তাদের পক্ষে আর বাস পরিষেবা বজায় রাখা সম্ভব হবেনা।
অন্যদিকে, তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি নেতা রাজু আলুওয়ালিয়া বলেন, করোনার সময় থেকেই বাস মালিকেরা অলিখিত ভাবে বাস ভাড়া বৃদ্ধি করে আসছেন। ন্যূনতম ভাড়া ৭টাকা থেকে বাড়িয়ে ১০টাকা করা হয়েছে। সন্ধ্যা সাতটার পরে শহরের উপকন্ঠে পৌঁছাতে কোনও বাস পাওয়া যায়না। ইচ্ছাকৃত ভাবে চুরুলিয়া, গৌরাণ্ডি সেনরেল রুটে বাস মালিকেরা বাস চালানো বন্ধ করে দিয়েছেন।
তিনি আরও বলেন, পাশাপাশি জেলাতে ৫০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। ড্রাইভার থেকে খালাসি, কন্ট্রাক্টর কারোর বেতন বৃদ্ধি করেননি মালিকেরা। যাত্রী পরিষেবার কথাও তাঁরা ভাবেন না। এই পরিস্থিতিতে বাস ভাড়া বৃদ্ধির দাবি অন্যায় ও অমূলক বলে দাবি করেন আইএনটিটিইউসি নেতা।
বাস মালিকদের এইসব দাবি নিয়ে, জেলা প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।




Be First to Comment