অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: লোকসভা নির্বাচনের আগে রমরমিয়ে চলছে বালি পাচার চক্র। সাঁকতোড়িয়া এলাকায় অবৈধ ভাবে নদীর বালি পাচারের অভিযোগ তুলছে বিজেপি । তৃণমূল কংগ্রেসের কেউ কোনো মন্তব্য করতে চাননি ।
সাঁকতোড়িয়া থানা এলাকায় নদী থেকে অবৈধ ভাবে বালি তুলে পাচার করার অভিযোগ তুলছেন স্থানীয় বিজেপির নেতারা। তাঁদের অভিযোগ, লোকসভা নির্বাচন সামনে, তাই নদী থেকে অবৈধ ভাবে বালি তুলে অন্যত্র এক জায়গায় জড়ো করার পর রাতের অন্ধকারে সেই বালি ডাম্পারে, ট্রাক্টরে করে পাচার করা হচ্ছে । অথচ পুলিশ প্রশাসন এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছে না।
তৃণমূল কংগ্রেসের নেতা বিমান আচার্য বলেন, অবৈধ ভাবে বালি তুলে পাচার করার খবর তিনি জানেন না। তবে যদি এভাবে বালি পাচার চলে তা হলে এই ব্যাপারে সঠিক তদন্ত করে পুলিশ প্রশাসনকে কাজ বন্ধ করতে বলা হবে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সিবিআই তদন্তের পর এই বালি পাচার বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু লোকসভা ভোটের আগে বিগত কয়েক মাস ধরে পুনরায় চালু হয়েছে অবৈধ বালি পাচার কারবার। বালি মাফিয়াদের এলাকায় উৎপাত শুরু হয়েছে । অথচ পুলিশ সব দেখেও নীরব ।
Be First to Comment