প্রবোধ দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর-১ ব্লকের আড়রা অঞ্চলের আপার বেনিয়াসোলের নবোদয়পল্লী এলাকায় দীর্ঘ প্রায় ১২ বছর ধরে বেহাল অবস্থায় থাকা রাস্তার অবশেষে হাল ফেরালো রাজ্য সরকার।
এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণে এলাকার গ্রামপঞ্চায়েত সদস্য সোনু বর্মার ঐকান্তিক প্রচেষ্টায় ও সহযোগিতায় এবং আড়রা গ্রামপঞ্চায়েতের উদ্যোগে এলাকার বেহাল সেই রাস্তার নির্মাণ করা হলো। যে রাস্তাটির নির্মাণ কাজ সম্পূর্ণ হতেই শুক্রবার এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গদের উপস্থিতিতে নব-নির্মিত সেই রাস্তাটির আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শুভ সূচনা করলেন এলাকার মহিলারা। পুজোর আগে এলাকার নতুন রাস্তা পেয়ে বেশ আনন্দে মেতে উঠেন এলাকাবাসীরা।
এলাকাবাসীর মধ্যে টিংকু মুখার্জী, করোপী লাহা, পরেশচন্দ্র দুবে, আশীষ বোসরা জানান, ‘অসংখ্য ধন্যবাদ আড়রা গ্রাম পঞ্চায়েত ও এলাকার পঞ্চায়েত সদস্য সোনু বর্মাকে। যাদের জন্যই মূলত আমরা এলাকাবাসীরা আজ পুজোর মুখে এলাকার এই রাস্তা উপহার পেলাম। দীর্ঘ প্রায় ১২ বছর ধরে যেভাবে এই রাস্তায় যাতায়াতের ক্ষেত্রে আমাদের প্রতিনিয়তই সমস্যায় পড়তে হতো, তা এককথায় বলে বোঝানো সম্ভব নয়। তাই অবশেষে নতুন রাস্তা পাওয়ায় আমরা খুবই আনন্দিত।”

অন্যদিকে আড়রা গ্রামপঞ্চায়েত সদস্য সোনু বর্মা বলেন, ” খুবই আনন্দ লাগছে এলাকাবাসীদের পুজোর আগে এই নতুন রাস্তা উপহার দিতে পেরে। এই রাস্তা নির্মাণ করার জন্য দীর্ঘদিন ধরে এলাকাবাসীদের দাবি ছিল।”




Be First to Comment