একাধিক থানা এলাকায় নজরদারি শুরু। নিজস্ব ছবি
অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, আসানসোল: এখনও পর্যন্ত লোকসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণা করা হয়নি। পরের সপ্তাহে ( সম্ভাব্য ১৪ মার্চ) লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হতে পারে। কিন্তু তার আগেই বাংলা-ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া দুই রাজ্যের একাধিক থানা এলাকায় নজরদারি শুরু হয়ে গেছে । চলছে নাকা চেকিংও।
প্রসঙ্গত, কেন্দ্রীয় মুখ্য নির্বাচন কমিশনার রাজীর কুমারের নেতৃত্বে কমিশনের ফুল বেঞ্চ গত সোমবার এবং মঙ্গলবার দুদিনের সফরে পশ্চিম বাংলায় আসে। তারা ডিজিপি, মুখ্য সচিব-সহ রাজ্যের উচ্চ পদস্থ আধিকারিক ও জেলার পুলিশ প্রশাসন ও রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বৈঠক করেন।
সেই বৈঠকে আন্তঃ রাজ্য সীমানা এবং বাংলাদেশ সীমান্ত থেকে বহিরাগত ও অনুপ্রবেশকারীদের যাতায়াতে বিশেষ নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সেই নির্দেশ ঝাড়খণ্ড সরকারের কাছে এসে পৌঁছানোর আগেই সেই রাজ্যের জামতাড়া জেলা প্রশাসন ঝাড়খন্ড লাগোয়া বাংলার চিত্তরঞ্জন, সালানপুর ও বারাবনি সংলগ্ন আন্তঃরাজ্য সীমানায় আটটি জায়গায় নাকা চেকিংয়ের কাজ শুরু করে দিলো ঝাড়খণ্ড পুলিশ।
এই জায়গাগুলির মধ্যে আছে চিত্তরঞ্জন ও রূপনারায়নপুর লাগোয়া কাঙ্গুই, হাসিপাহাড়ি, আফজলপুর, মহেশমুন্ডা, মোহনপুর, সুদ্রার্থীপুর, মুগবেড়িয়া ইত্যাদি জায়গা ।
জামতাড়া পুলিশ সুপার অনিমেষ নাথানি বলেন, “আমি এবং জেলাশাসক-সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা একটি বৈঠকে বসেছিলাম। সেই বৈঠকে আলোচনা করে বাংলা -ঝাড়খণ্ড সীমানায় এই আটটি জায়গায় নাকাচেকিংয়ের কাজ ২৪ ঘন্টা ধরেই শুরু করার সিদ্ধান্ত নিয়েছি। এবং তা চালু হয়ে গেছে। সমস্ত গাড়ির কাগজপত্র পরীক্ষা ছাড়াও মাদক বা কোন অস্ত্র জাতীয় কিছু পাচার হচ্ছে কিনা সবই খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। এই জন্য প্রতি দিন নাকা চেকিংয়ের দায়িত্বে থাকা পুলিশ কর্মীদেরকে জেলা প্রশাসন ছাড়াও স্থানীয় থানার পুলিশের আধিকারিকদের কাছেও যাবতীয় তথ্য পাঠাতে বলা হয়েছে।”
তিনি আরও বলেন, এর পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সাথেও আমাদের নিয়মিত এখন যোগাযোগ রাখা হচ্ছে। তাদের সঙ্গেও তথ্যের আদানপ্রদানও করা হচ্ছে।
অন্যদিকে, পুলিশ সূত্র থেকে জানা গেছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এলাকায় এখনো পর্যন্ত মোট ৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। স্থানীয় থানার সাহায্যে এইসব কেন্দ্রীয় বাহিনী আসানসোল ও দূর্গাপুর পুলিশ কমিশনারেটের বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করেছে। আসানসোল ও দুর্গাপুরে স্কুল এবং কলেজে এইসব কেন্দ্রীয় বাহিনীকে রাখা হয়েছে বলে জানা গেছে।
Be First to Comment