অনলাইন কোলফিল্ড টাইমস সংবাদদাতা, রানিগঞ্জ: লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা এখনও হয়নি।
এরই মধ্যে পশ্চিম বর্ধমান জেলার রানিগঞ্জে আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র চোরাকারবারি চক্রের হদিশ মিলল।
বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে রানিগঞ্জ থানার পিসি পার্টি অঞ্জনা সিনেমা হল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই চক্রের দু’জনকে গ্রেফতার করে।
ধৃতদের নাম হলো বিপিন সোয়াইন ও শিশুপাল কুমার। বিপিনের আসল বাড়ি ওড়িশায়। তবে সে বর্তমানে আসানসোলের জামুড়িয়া থানার নিউ কেন্দা এলাকায় থাকতো। শিশুপালের বাড়ি বিহারের পটনা জেলার রাসুলায়। ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শটার, দুটি কার্তুজ ও একটি ছুরি পাওয়া গেছে। তারা যে মোটরবাইক করে এলাকায় ঘোরাঘুরি করছিল, পুলিশ সেটিও আটক করেছে।
শুক্রবার ধৃতদেরকে আসানসোল আদালতে পেশ করা হয়। তাদেরকে রিমান্ডে নেওয়ার জন্য পুলিশের তরফে আদালতে আবেদন করা হয়। সেই আবেদনের ভিত্তিতে বিচারক তাদের জামিন নাকচ করে ১০ দিনের পুলিশ রিমান্ডের নির্দেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে থেকেই ধৃত বিপিনের নামে একাধিক অপরাধমুলক কাজে জড়িত থাকার মামলা রয়েছে। ধৃতরা অন্য রাজ্য থেকে অস্ত্র নিয়ে আসানসোল রানিগঞ্জ এলাকায় বিক্রি করত।
এদের সঙ্গে আর কে বা কারা আছে, তা জানার জন্য ধৃতদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে বলে পুলিশের তরফে বলা হয়েছে।
ঘটনায় প্রকাশ, বৃহস্পতিবার রাতে রানিগঞ্জ থানার পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, অঞ্জনা সিনেমা হল এলাকায় দুই যুবক মোটরবাইক নিয়ে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে। এরপর পিসি পার্টি ওই এলাকায় যায় । ওই দুই যুবক এলাকায় আসতেই তাদেরকে আটক করা হয়। কি কারণে তারা এলাকায় এসেছে, তার সদুত্তর দিতে না পারায় পুলিশ তল্লাশি শুরু করে। তখনই তাদের কাছ থেকে পাওয়া যায় ওয়ান শটার, কার্তুজ ও ছুরি। আন্তঃরাজ্য বেআইনি অস্ত্র চোরা কারবারি চক্রের সঙ্গে যুক্ত থাকার হদিস পেয়ে পুলিশ পুরোদমে তদন্ত শুরু করেছে।
Be First to Comment