বার্নপুর: বাংলাদেশ ইস্যুতে আক্রমণাত্মক আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তাঁর সাফ হুঁশিয়ারি, “বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সনাতনীদের উপর ভারতবর্ষের পাশাপাশি অন্য দেশের হিন্দুরা চুপ করে বসে থাকবে না”।
রবিবার সকালে বাংলাদেশে সনাতনী হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ ও ইসকনে চিন্ময় কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে বঙ্গীয় হিন্দু জাগরণ-সহ একাধিক হিন্দু সনাতনী সংগঠনের পক্ষ থেকে আসানসোলের বার্নপুর ত্রিবেণী মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয় । চিত্রা মোড় পর্যন্ত হওয়া এই বিক্ষোভ মিছিলে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল, বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায়-সহ অংশ নেন সনাতন ধর্মাবলম্বী মানুষজনেরা।
এই মিছিলে “হরে কৃষ্ণ হরে রাম” স্লোগান লেখা প্ল্যাকার্ড হাতে নিয়ে ও খোল করতাল বাজিয়ে এই মিছিল হয়।
এই মিছিলে অংশ নেওয়ার পরে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “মহম্মদ ইউনুস ভালো অর্থনীতিবিদ হতে পারেন, কিন্তু তিনি একজন ব্যর্থ নেতা। তাঁর সরকার সেখানকার অশান্তি গন্ডগোল আটকাতে পারছে না। উনি তো শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছেন। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে তাঁর কাছে এই নোবেল পুরস্কার থাকতে পারে না। আমরা চাই, মহম্মদ ইউনুস সেই নোবেল পুরস্কার ফিরিয়ে দিন”।
তিনি আরো বলেন, “চিন্ময় কৃষ্ণ প্রভুকে শুধু নয়, তার দুই শিষ্যকে গ্রেফতার করা হয়েছে। আমাদের সবাইকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ভারত থেকে পাঠানো সব জিনিসের জন্য বাংলাদেশ মানুষেরা খেয়েপরে বাঁচেন। এতকিছুর পরেও ভারত কোন কিছু পাঠানো বন্ধ করেনি। কিন্তু কতদিন”?
বিজেপি বিধায়ক বলেন, “বাংলাদেশে এই অত্যাচার বন্ধ না হলে হিন্দুরা চুপচাপ বসে থাকবে না। কোনও জায়গায় মুসলিম আক্রান্ত হলে, বিভিন্ন দেশের মুসলিমরা প্রতিবাদে রাস্তায় নামেন। খ্রিস্টানরা আক্রান্ত হলে একই প্রতিবাদ হয়। হিন্দুদের ক্ষেত্রে সেই ঘটনা ঘটলে, তার কোনও ব্যতিক্রম হবে না”।
উদ্যোক্তাদের তরফে দয়াচন্দ্র নিতাই দাস বলেন, “সনাতনী হিন্দুদের উপরে বাংলাদেশে অত্যাচারের কারণে বিভিন্ন সংগঠনের ডাকে এই মিছিলের আয়োজন। আমরা চিন্ময় কৃষ্ণ প্রভু-সহ সবার মুক্তির দাবি জানাচ্ছি”।
Be First to Comment