Press "Enter" to skip to content

হামলার ঘটনার পর রাজ্যের শ্রম ও আইন মন্ত্রীর বাড়ির নিরাপত্তা বাড়ানো হল, চার পুলিশ কর্মীর বদলি

আসানসোল : আপকার গার্ডেনে রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হামলার ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

বুধবার রাতে গ্রেফতার হওয়া ধৃত যুবকের নাম ভিক্কি কেওড়া। তার বাড়ি আসানসোল পুরনিগমের ৫৪ নং ওয়ার্ডের কালিকাপুরের সায়ের পাড়ায়।

ধৃতর বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে বিএনএস বা ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার সকালে ধৃতকে আসানসোল দক্ষিণ থানা (পিপি) থেকে আসানসোল আদালতে পেশ করা হয়েছে।
তবে, ধৃত যুবকের মা মুক্তি কেওড়ার দাবি, তার ছেলের মাথা ঠিক নেই। বেশ কিছুদিন ধরে সে অস্বাভাবিক আচরণ করছে।

অন্যদিকে, বুধবার সন্ধ্যায় হামলার ঘটনার পরে আইন মন্ত্রীর বাড়ি নিরাপত্তা বাড়ানো হল। পুলিশ সূত্রে জানা গেছে, মন্ত্রীর বাসভবনের নিরাপত্তা ব্যবস্থা আরো জোরদার করা হয়েছে আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে।মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে নিরাপত্তার দায়িত্বে থাকা চারজন পুলিশ কর্মীকে বদলি করা হয়েছে। এই চারজনই কনস্টেবল। তবে তাদের সঙ্গে একজন পুলিশ অফিসার ছিলেন। তবে তাকে এখনও বদলি করা হয়নি। বৃহস্পতিবার সকালেই মন্ত্রীর বাড়িতে নতুন চারজন কনস্টেবল মোতায়েন করা হয়েছে।

মন্ত্রী মলয় ঘটক হামলার সময় বাড়িতে ছিলেন না। বৃহস্পতিবার সকালে তিনি আসানসোলে ফেরেন। বাড়ির নিরাপত্তা নিয়ে তার সঙ্গে পুলিশ আধিকারিকরা কথা বলেন। তারপরে মন্ত্রীর বাড়ির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিন দুপুরে মলয় ঘটক বাড়ি থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেন। তিনি বলেন, বুধবার ঘটনার সময় বাড়িতে ছিলেন না। তবে খবর পান, এক যুবক ঘরে ঢুকে ইঁট দিয়ে হামলা করে টেবিলের কাচ ভেঙে দেয়। পুলিশ তাকে গ্রেফতার করেছে। পুলিশ তদন্ত করছে। পুলিশের তদন্তে আমর ভরসা আছে। তারা আসল রহস্য খুঁজে বার করবে। তিনি আরো বলেন, রাজনৈতিক কোন চক্রান্ত আছে কি না, তা তো এখনই বলা যাবে না। থাকলেও থাকতে পারে।

প্রসঙ্গত, বুধবার বিকেল পাঁচটা নাগাদ আসানসোলে আপকার গার্ডেনে আইন মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটে। ধৃত ভিক্কি কেওড়া মন্ত্রীর বাড়িতে থাকা পুলিশ কর্মীদের চোখ এড়িয়ে মলয় ঘটক যে অফিসে বসেন সেখানে ঢুকে পড়ে। হাতে থাকা একটা বড় ইঁট দিয়ে ওই যুবক টেবিলের কাঁচ ভেঙে দেয়। আওয়াজ পেয়ে পুলিশ কর্মীরা দৌড়ে আসেন। ধরা হয় যুবককে। শব্দ পেয়ে বাড়ির দোতলায় থাকা মন্ত্রী পত্নী সুদেষ্ণা ঘটক নিচে নেমে আসেন। তখন তিনি ঘটনার কথা জানতে পারেন।

তিনি এই ঘটনা নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন। পরে ওই যুবককে গ্রেফতার করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ।

এদিকে ধৃত যুবকের মা মুক্তি কেওড়া বলেন, ভিক্কি আমার বড় ছেলে। মাথার ঠিক নেই। ঘরের সব আসবাবপত্র নষ্ট করে দিয়েছে। এইসব কারণে ছেলের স্ত্রী আগেই ছেড়ে চলে গেছে। আমিও বাড়িতে থাকিনা। বুধবার সন্ধ্যায় শুনি ছেলে এই কান্ড করেছে।

More from জেলায় জেলায়More posts in জেলায় জেলায় »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *