চিত্তরঞ্জন : সাড়ে পাঁচ দশকেরও বেশি সময় পরে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানায় ভোট হতে চলেছে।
কারখানার কর্মীদের প্রতিনিধিত্ব করবে কোন শ্রমিক ইউনিয়ন তা নির্ধারিত হবে গোপন ব্যালটে নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনে নিজেদের অংশগ্রহণ নিশ্চিত করল সিএলডব্লু লেবার ইউনিয়ন।
এজন্য বুধবার ২৩ অক্টোবর ইউনিয়নের মনোনয়নপত্র জমা দিলেন কারখানার পিসিপিও অমিতাভ চৌধুরীর কাছে। প্রায় সাতশো রেল কর্মী শোভাযাত্রা করেন মনোনয়ন পত্র জমা দেওয়ার সময়।
আগামী ৪ ডিসেম্বর হতে চলেছে ইউনিয়ন স্বীকৃতির এই নির্বাচন। তাতে লেবার ইউনিয়ন সহ মোট সাতটি ইউনিয়ন সামিল হতে পারে বলে সূত্র মারফত জানা গেছে।
২৫ অক্টোবর শুক্রবার পর্যন্ত যেসব ইউনিয়ন মনোনয়ন দাখিল করবে তারা এই নির্বাচনে অংশ নিতে পারবে। সবমিলিয়ে ৩০ টি বুথে ভোট দেবেন মোট ৭৪১২ জন রেলকর্মী ভোটার।
লেবার ইউনিয়নের মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন সিটুর পশ্চিম বর্ধমান জেলার সাধারণ সম্পাদক বংশগোপাল চৌধুরী, প্রাক্তন লেবার ইউনিয়ন নেতা নির্মল মুখোপাধ্যায় সহ অন্যরা। এই নির্বাচনের প্রাসঙ্গিকতা এবং লেবার ইউনিয়নের লড়াইয়ের প্রসঙ্গ তুলে ধরেন তারা।
ইউনিয়নের সভাপতি আরএস চৌহান বলেন, লেবার ইউনিয়ন ছাড়া অন্য কোন ইউনিয়নের নৈতিক অধিকার নেই এই নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে। সাধারণ সম্পাদক রাজীব গুপ্ত বলেন, আমরাই এই নির্বাচনে জয়ী হবো। দিল্লিতে গিয়ে চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার কর্মীদের প্রতিনিধিত্ব করবো।
প্রসঙ্গত, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানার এই নির্বাচনকে কেন্দ্র করে এখন থেকেই চাপা উত্তেজনা তৈরি হয়েছে শহরে।
Be First to Comment