উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর : বিধানসভা ভোটের আগে শাসক তৃনমূল কংগ্রেসের জয়ের ধারা অব্যাহত।এবার তৃণমূল বিরোধী জোটকে পরাজিত করে এই প্রথম সমবায় সমিতিতে একক ভাবে ক্ষমতায় এলো তৃণমূল কংগ্রেস বহড়ুতে।
রবিবার কড়া পুলিশি নিরাপত্তার ঘেরাটোপে জয়নগর থানার বহড়ু সমবায় সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয় বহড়ু গালর্স হাইস্কুলে।মোট ৪৯ টি আসনে এই ভোট অনুষ্ঠিত হয়।বিরোধীরা ১৯ টি আসনে প্রার্থী দিয়েছিল।সবকটিতেই বিরোধী জোটের প্রার্থীরা পরাজিত হয়।
এদিন এই জয়ের পরে ৪৯ জন জয়ী প্রার্থীকে নিয়ে মিছিল করেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস, জয়নগর ১ নং ব্লকের তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,জয়হিন্দ বাহিনীর জেলার সহ সভাপতি রাজু লস্কর সহ আরো অনেকে।

বিজয়ী প্রার্থীদের সাথে নিয়ে বিজয়ীর সার্টিফিকেট নিতে বহড়ু সমবায়ে যান বিধায়ক। তিনি এদিন বলেন এই জয় মা মাটি মানুষের জয়।এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়,এই জয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের।দীর্ঘ ৪০ বছর পর তৃণমূল এখানে একক ভাবে ক্ষমতায় এল।উন্নয়ন দেখে সিপিএম এস ইউ সির হাত থেকে এলাকার মানুষ তৃণমূলের হাতে তুলে দিল ক্ষমতা।আমরা মানুষের পাশে থেকে এলাকার কাজ করবো সমবায়ের মধ্যে দিয়ে।
এদিন জয়নগর ১ নং ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস বলেন,এই বিপুল জয় আগামী বিধানসভা নির্বাচনের আগে আমাদের বাড়তি অক্সিজেন জোগাল।দীর্ঘ দশ বছর পর এখানে ভোট হলো এদিন।আগামীতে এই ৪৯ জনের মধ্যে থেকে ১২ জন ডিরেক্টর নির্বাচিত হবে।




Be First to Comment