ছুটে আসেন আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। নিজস্ব ছবি
নিজস্ব সংবাদদাতা,পুরুলিয়া:দক্ষিণপূর্ব রেলওয়ে আদ্রা রেল শহরের পুরনো বাজারের কাছে বেশ কিছু রেলওয়ে প্লট হোল্ডার ব্যক্তিদের রেলের ভাড়া বাকি থাকায়, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ রেল কর্তৃপক্ষ ডোজার নিয়ে ভাঙতে এলে ওই এলাকার স্থানীয় মানুষেরা ও রেল কর্তৃপক্ষের মধ্যে বচসা শুরু হয়। ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশের দলবল।
খবর পাওয়া মাত্র, ঘটনার আকার যাতে অশান্তির পরিবেশ না সৃষ্টি হয় তার জন্য ছুটে আসেন আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীরা। ঘটনায় উপস্থিত ছিলেন রঘুনাথপুরে এক নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আকিলেশ কুমার যাদব, আদ্রা শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজা চৌবে ,ভাইস প্রেসিডেন্ট গোপীচাঁদ মুখী, কাশিপুর ব্লক সাধারণ সভাপতি ভি রূপেশ রাও-সহ অন্যরা।

তৃণমূল কংগ্রেসের রঘুনাথপুর এক নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ আকিলেশ যাদব রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের সঙ্গে একটি আলোচনা বসার সিদ্ধান্ত গ্রহণ নেন।
ঘটনায় অখিলেশ কুমার যাদব বলেন, “আজ রেল কর্তৃপক্ষ দোকান ভাঙার জন্য আসেন এবং ঘটনায় যাতে অশান্তির পরিবেশ না সৃষ্টি হয়, তার জন্য আমরা এসে সামাল দিই এবং একটি আলোচনার মাধ্যমে রেল কর্তৃপক্ষকে অনুরোধ করি আপনাদের যা ভাড়া বাকি আছে তার সঠিক হিসাব দেন এবং সেই ভাড়া নেন। কিন্তু আমরা জানেছি যে আপনাদের কাছে কোনো সঠিক হিসাব না থাকার জন্য এই সব বিল বাকি আছে।”
অন্য দিকে, রেল কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় যে রেলের তরফে বারবার নোটিশ দেওয়া হয়। বেশ কিছু ভাড়া আদায় হলেও এখনও কিছু ভাড়া বাকি রয়ে গেছে তাই ভাড়া আদায় করতে এসেছিলেন তাঁরা। যাঁরা রেলের ভাড়া দেবেন না, গোটা বিষয়টি দেখবেন রেল কর্তৃপক্ষ।




Be First to Comment